"Focus Writing And Bank Written Supplement" বইটির ভূমিকা থেকে নেয়াঃ মহান আল্লাহ তায়ালার দরবারে হাজারাে শুকরিয়া জ্ঞাপন করছি “Focus Writing And Bank Written Supplement Golden Jubilee Edition-2021” বইটির কাজ শেষে আপনাদের হাতে তুলে দিতে পেরেছি বলে। ব্যাংক/বিসিএস ও অন্যান্য প্রতিযােগিতামূলক পরীক্ষায় চাকুরী পাওয়ার অন্যতম প্রধান হাতিয়ার হলাে রাইটিং অংশে ভালাে মার্কস পাওয়া। বাজারের বিভিন্ন বইতে যে সকল ফোকা রাইটিং/রচনা রয়েছে তা পড়ে স্বল্প সময়ে পরীক্ষার হলে লিখে আসা বেশ কষ্টকর ও সময় সাপেক্ষ। তাছাড়া পরীক্ষায় রাসইটিং অংশে যথাযথভাবে ডেটা, গ্রাফস ইত্যাদি ব্যবহার করলে ভালাে মার্কস আশা করা যায় না। এই বইয়ের কাজ করতে গিয়ে আমি দেশি-বিদেশি বিভিন্ন বই, জার্নাল, দৈনিক পত্রিকা যেমন-প্রথম আলাে,ডেইলি স্টার, দ্য বিজনেজ স্ট্যার্ভাড ইত্যাদি পত্রিকার সাহায্য নিয়েছি। এসকল পত্রিকা বা জার্নাল হতে বিভিন্ন ডেটা, গ্রাফস ইত্যাদি তথ্যসমূহ পরীক্ষার উপযােগী করে উপস্থাপন করা হয়েছে। যাতে ব্যাংক/বিসিএস লিখিত পরীক্ষার জন্য সমভাবে কাজ করে। তাছাড়া ফোকাস রাইটিং/রচনা লেখার কৌশল, লেটারের যথাযথ ফরম্যাট, অনুবাদ,প্যাসেস, ট্রান্সলেশন, টিকা ইত্যাদির ভিন্নধর্মী উপস্থাপন রয়েছে বইটিতে। অতিরিক্ত সংযােজন হিসেবে রয়েছে ভাব-সম্প্রসারণ, অনুচ্ছেদ লিখন,দিনলিপি ইত্যাদি।