"দহন" বইয়ের ফ্ল্যাপে লিখা একজন যুদ্ধশিশু হাজেরা বেগম আর তার স্বামী চানমিয়া, সন্তান রাহুল। জীবনের শতাে দুঃখ কষ্টের সাথে বসবাস করলেও এই সাতচল্লিশ বছর এই যুদ্ধশিশুর গল্প কারাে জানা ছিলােনা । নিজের জানা নিজের জীবনের এই মর্মান্তিক গল্পকথা। অবশেষে সন্তানকেই শােনাতে হয় অবিশ্বাসের পর্দা সরাতে । নিজের দহন কষ্ট লালন করেই চলছে ঘর সংসার প্রেম আর সন্তানের জন্য উৎকণ্ঠা। সে বলতে চেয়েছিলাে তার জীবনের ওই না বলা কথাটুকু। অপেক্ষায় ছিলাে জীবনের মূল শেকড় ছাড়া গল্পটি বলার জন্যে। কিন্তু জীবনের তৃষ্ণা আলাে অন্ধকার আর বাস্তবের আলােড়িত অধ্যায় অতিক্রম করতে করতে বেলা বয়ে যায়। গােপনের যে দহন আর নিজের অন্তর্জগতের বিরহ, সাথে ভবিষ্যতের স্বপ্ন বুননের তীব্র আকাঙ্ক্ষা হাজেরা বেগমকে অস্থির করলেও শেষ পর্যন্ত বলা হয় নিজের গল্পকথা একান্ত মূহুর্তে নিজের ঔরসজাত সন্তানকেই। বলা হয় জীবনের সংগ্রাম কোলাহল অভাব রক্তাক্ত অনুভূতির সকল টানাপােড়েন। কিন্তু যে ভয় তাকে আঁটশাঁট করে আটকে রেখেছিলাে, তা থেকে মুক্তি পেলেও স্বামীকে সন্তানকে নিয়ে আর হলােনা জীবনের মসৃণ পথ চলা। উপন্যাসের সেই চরিত্রটি ধীরে ধীরে চলতে থাকে মর্মান্তিক পরিণতির দিকে। হয়ে ওঠে এক হৃদয়বিদারক চিত্রাংশ। পাঠকের অনুসন্ধানী চোখের তারা জুলজুল করে ওঠে ঘটনা প্রবাহ অন্মেষণের জন্য। শাওন আসগর বহুমাত্রিক লেখক। তার লেখার বিষয়বস্তু আঙ্গিক বর্তমান অনেক অপসাহিত্যের আধারকে আলােয় নিয়েছেন। নগর আর গ্রাম্য পরিবেশের দৈনন্দিন কঠিন পরিক্রমাকে স্পষ্ট করে এনেছেন যা পাঠক সহজেই অনুধাবন করবেন। যুৎসই শব্দের প্রাণবন্ত সংলাপে শৈল্পিক বিন্যাসে পাঠকের সামনে ছিটিয়ে দিয়েছেন ভালােবাসার মূর্ত চিত্রকল্প। পূর্বের গ্রন্থগুলাের মতােই বর্তমান উপন্যাস দহন পাঠকপ্রিয়তা পাবে-এমন প্রত্যাশা। -প্রকাশক
কবি-গল্পকার-ছড়াকার-ঔপন্যাসিকআবৃত্তিশিল্পী ও সাংবাদিক শাওন আসগর ঢাকা। বিশ্ববিদ্যালয়ের অধীনে রাষ্ট্রবিজ্ঞানে এম এস 'এস ও আইন বিজ্ঞানে এলএল বি ডিগ্রী অর্জন ' করেন। পিতা আলী আসগর, মাতা মিসেস রাফিয়া বেগম। কুমিল্লা জেলার মুরাদনগর ' থানার কোরবানপুর গ্রামে ২৩ শে মার্চ জন্মগ্রহণ করেন। বর্তমানে ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছেন। পুরস্কার ও সম্মাননা : সনেট কবি সফি। মােতাহার হােসেন পদক, নির্ণয় শিল্পী গােষ্ঠীর তারেক মাসুদ স্মৃতি পদক, ইসলামিক ফাউন্ডেশন-বাংলাদেশ, বাংলাদেশ ছড়া সাহিত্য পরিষদ, প্রত্যাশা সাহিত্য পরিষদ, বাংলাদেশ গণউন্নয়ণ সংস্থা কর্তৃক প্রথম। পুরস্কার, সাউথ এশিয়ান কালচার এসােসিয়েশন, বাংলাদেশ লেখক সংসদ, সেন্টার ফর ন্যাশনাল কালচার, সাপ্তাহিক। শারদীয় কর্তৃক সেরা লেখক পুরস্কার, অন্যধারা সাহিত্য সম্মাননা, পদক্ষেপ পুরস্কারসহ এ যাবত অনেক পদক ও সম্মাননা পেয়েছেন। বিভিন্ন সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছেন। শাওন আসগর ইতােমধ্যে তিনি ভারত, থাইল্যান্ড, হংকং, দক্ষিণ কোরিয়া, সৌদি আরব-সহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আইন পেশার পাশাপাশি বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করেছেন। বাংলাদেশ টেলিভিশন-সহ বিভিন্ন বেসরকারি স্যাটেলাইট চ্যানেলে কবিতা আবৃত্তি করেছেন এবং বাংলাদেশ বেতারের স্ক্রিপ্ট রাইটার হিসেবে। নিয়ােজিত ছিলেন এ ছাড়াও তিনি স্বকণ্ঠে পাঠ। করেছেন অনেক গল্প-কবিতা। তিনি বাংলা একাডেমির সদস্য।