এইচ আর অনিক। সার্টিফিকেট নাম : মোঃ হানিফ মিয়া (Mohammad Hanif Mia) জন্ম ২১ সেপ্টেম্বর ১৯৮২, ঢাকায়। গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানা, নাটাপাড়া গ্রাম। বাবা মোঃ হারুন মিয়া, মা হোসনে আর বেগম, স্ত্রী নুরুন্নাহার আক্তার সুমি। ভাই মোঃ শাহীন, বোন আছমা আক্তার শিল্পী, সন্তান সিফাত রহমান শান। এ কে স্কুল এন্ড কলেজে এসএসসি, দনিয়া কলেজ থেকে এইচএসসি ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্টে অনার্স এবং মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। নাট্যদল : চন্দ্রকলা থিয়েটারের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক। ভারতের অল ইন্ডিয়া কালচারাল এসোসিয়েশনের কালচারাল অ্যাম্বাসেডার। মঞ্চনাটক ১৮টি, গান ১০টি ও কবিতা লিখেছেন ১৭টি। নাটকে নির্দেশনা দিয়েছেন মঞ্চে-২২টি। টিভি নাটক পরিচালনা করেছেন ৮৫টি। চন্দ্রকলা নিয়ে দেশের বাইরে আন্তর্জাতিক নাট্যোৎসবে অংশগ্রহণ করেছেন বহুবার। এছাড়াও সামাজিক- সাংস্কৃতিক আন্দোলনে সম্মিলিত সাংস্কৃতিক জোট, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান এবং বাংলাদেশ পথনাটক পরিষদের সাথে অংশগ্রহণ করেছেন। উল্লেখযোগ্য মঞ্চনাটক : তামাশা, তন্ত্র-মন্ত্র, ওপেন ইউর আইস, আজব বাক্স, যদি কিছু মনে না করেন, মানুষ, পরম্পরা, শেখ সাদী, স্বপ্নের তরী, দ্বৈত মানব, বসন্তের কুটুম। টিভি নাটক : জার্নি বাই লেটার, নবাব আলীর নবাবী, মেঘ জ্যোস্নায়, এখানে ভিসিডি ভাড়া দেওয়া হয়, মিশন ইমপোসিবল, অপেক্ষা সূর্যদয়ের, কলম আয়না উল্লেখযোগ্য। য়ারোয়া বুক কর্নার প্রকাশিত গ্রন্থ সমূহ দ্বৈত মানব, তামাশা।