"দ্য সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড" বইয়ের পেছনের কভারে লেখা: হােসে সিলভা ১৯১৪ সালের ১১ই আগস্ট আমেরিকার টেক্সাসের ল্যারেডােতে জন্মগ্রহণ করেন। যখন তাঁর বয়স চার তখন তাঁর পিতা মারা যান। তাঁর মাতা শীঘ্রই আবার বিয়ে করেন। হােসে, তার বড় বােন এবং ছােট ভাই তার নানীর সাথে চলে যান। দুই বছর পর তিনি পরিবারের জীবিকা উপার্জক হয়ে যান, সংবাদপত্র বিক্রি করেন, জুতা পলিশ এবং বিভিন্ন ছােট খাটো কাজ করেন। সন্ধ্যায় যখন তাঁর ভাই বােনেরা লেখাপড়া করতাে, তিনি তাদের পাশে বসে থাকতেন এবং তাদের কাছ থেকেই লিখতে ও পড়তে শিখেন। তিনি কখনােই স্কুলে যাননি শিক্ষকতা করা ছাড়া। একসময় হােসে তার ছেলেমেয়েদের মন শান্ত করতে সম্মােহনের ব্যবহার শুরু করেন এবং আবিষ্কার করেন এমন কিছু, যা প্রচলিত বা আপাতবিরােধী হলেও সত্য বলে প্রতীয়মান হয়। তিনি দেখেন যে, মস্তিষ্ক কম সক্রিয় অবস্থায় বেশি কর্মশক্তি উৎপন্ন করে থাকে। নিম্ন ফ্রিকোয়েন্সিতে মস্তিষ্ক বেশি তথ্য গ্রহণ ও সঞ্চিত করে। এই ফ্রিকোয়েন্সিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা মনকে সজাগ রাখে, যা ব্যবহারিক ক্রিয়া কলাপের চেয়ে দিবা স্বপ্ন বা ঘুমের সাথে বেশি সংযুক্ত হয়। বিশ্বব্যাপি মন নিয়ন্ত্রণ ও মেডিটেশন-এর প্রশিক্ষিত কোর্স ‘দি সিলভা মাইন্ড কন্ট্রোল মেথড কোর্সের পথিকৃৎ হলেন হােসে সিলভা। তার এই কোর্স সম্পন্ন করে তাদের মনকে গভীর ও আরও কার্যকর স্তরে ব্যবহার করেছেন লক্ষ লক্ষ মানুষ পেয়েছেন অন্ধকার থেকে আলাের পথের দিশা ও দুশ্চিন্তাহীন নতুন জীবনের সন্ধান।