বইটির বৈশিষ্ট্য: ১। অগোছালো প্রস্তুতি না নিয়ে সুশৃংখল এবং ধারাবাহিক প্রস্তুতি সম্পন্ন করার লক্ষ্যে বইটিকে ৩০দিনের সিলেবাসে সাজানো হয়েছে। ২। এই বইয়ের শেষ্ঠ অলংকার হচ্ছে একটি Index নামের একটি সুক্ষ্ম সূচিপত্র, যা ডিকশনারীরর মত করে সাজানো। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা সংশ্লিষ্ট যে কোন বিষয় ছট্ করে খুঁজে পেতে এই Index জাদুর মত কাজ করবে। মূলত নিয়োগ পরীক্ষায় আপনাকে সফল করতে এই Index গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে। ৩। প্রত্যেক অধ্যায়ের শুরুতে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা দেয়া আছে, যা পরীক্ষায় বুঝে উত্তর দেয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ৪। বিগত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার সকল MCQ ‘র নির্ভুল এবং সঠিক উত্তর(চ্যালেঞ্জিং), সাবরীল ব্যাখ্যা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অতিরিক্ত তথ্য, চিত্র, টিপস, নোট, সাবধানতা ইত্যাদি দেয়া আছে। ৫। প্রতিটি অধ্যায়ের শেষে নিজের যোগ্যতা যাচাই করার জন্য Test Yourself নামে গুরুত্বপূর্ণ MCQ দেয়া আছে। ৬। প্রায় ৭০০০ মানসম্পন্ন নির্ভুল এবং পরীক্ষায় আসার মত MCQ দিয়ে এই বই সাজানো হয়েছে। আশা করা যায় আগামী নিয়োগ পরীক্ষায় ৮০টা প্রশ্ন কমন পড়বেই -ইনশআল্লাহ। ৭। অপ্রয়োজনীয় কোন তথ্য দিয়ে বা মডেল টেস্টের নামে এলোমেলো প্রশ্ন দিয়ে হয়রানি করা হয়নি।