"টেক্সট বুলেটিন" বইটির সম্পর্কে কিছু কথা: বাজারে H.S.C এর English Text Book-এর উপরে যে গুটিকয়েক বই পাওয়া যায় তার অধিকাংশই মানসম্পন্ন নয়। নিখুঁত, নির্ভুল ও বিশ্ববিদ্যালয় ভর্তি উপযােগী H.S.C এর English Text Book এর সহায়ক বইয়ের অভাব খুবই লক্ষ্যণীয় ছিল। সেই অভাব পূরণ করতেই 2012 সালে 'Text Bulletin বইটি প্রকাশনার উদ্যোগ গ্রহণ করা হয়। যা ছিল একটি সময়ােপযােগী পদক্ষেপ। 'Text Bulletin' বইটি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় একটি স্বয়ংসম্পূর্ণ English Text Book সহায়ক গ্রন্থ, যা ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তি-উপযােগী করে গড়ে তুলতে সাহায্য করবে। বইটিতে H.S.C এর English Text Book-এর উপর ভিত্তি করে Text Book-এর বিভিন্ন Lesson গুলাে শিক্ষার্থীদের কাছে পর্যায়ক্রমে সহজবােধ্য এবং গ্রহণযােগ্য শৈলীতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। যা শিক্ষার্থীদের বুঝতে এবং অনুশীলন করতে সাহায্য করবে। অনেক Topic বুঝার সুবিধার্থে কঠিন ইংরেজি শব্দের অর্থ প্রদান করা হয়েছে। কঠিন ইংরেজি শব্দের বাংলা অর্থ Dictionary-তে খুঁজতে গিয়ে যে সময় অপচয় হয় আশাকরি এ বই পড়তে Dictionary-র প্রয়ােজন হবে না। পাশাপাশি মূল্যবান সময়ও বেঁচে যাবে। সর্বোপরি, বইটি শিক্ষার্থীদের কাছে। সমাদৃত এবং গ্রহণযােগ্য হলে এই পরিশ্রম সার্থক হবে।