"Compact(C-Unit) An Exclusive English Preparation Guide" বইটির 'প্রকাশকের কথা' থেকে নেয়াঃ বাজারে যে বইগুলাে পাওয়া যায় তার অধিকাংশই মানসম্পন্ন নয়। নিখুঁত, নির্ভুল ও বিশ্ববিদ্যালয় ভর্তি উপযােগী সহায়ক বইয়ের অভাব খুবই লক্ষ্যণীয়। আমরা সে অভাব পূরণ করতেই COMPACT বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করি; যা সময়ােপযােগী পদক্ষেপ বলে মনে করি। COMPACT বইটি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় স্বয়ংসম্পূর্ণ একটি সহায়ক গ্রন্থ, যা ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তি-উপযােগী করে গড়ে তুলতে সাহায্য করবে। বইটিতে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় যেসব Topic থেকে প্রশ্ন আসে, বিগত বছরের সেসব প্রশ্নগুলাের সঠিক উত্তরসহ শিক্ষার্থীদের কাছে সহজবােধ্য এবং গ্রহণযােগ্য শৈলীতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। প্রতিটি Topic পর্যায়ক্রমে সহজ ও সুন্দরভাবে আলােচনা করা হয়েছে, যা শিক্ষার্থীদের বুঝতে এবং সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। অনেক Topic বােঝার সুবিধার্থে কঠিন ইংরেজি শব্দের অর্থ ও সঠিক উত্তরের ব্যাখ্যাও প্রদান করা হয়েছে। কঠিন ইংরেজি শব্দের বাংলা অর্থ Dictionary-তে খুঁজতে গিয়ে যে সময় অপচয় হয় আশাকরি এ বই পড়তে Dictionary-র প্রয়ােজন হবে না। পাশাপাশি মূল্যবান সময়ও বেঁচে যাবে।