উলামায়ে কেরাম, ওয়ায়েজ, মাদরাসা ও স্কুলের ছাত্র, শিক্ষক এবং সাধারণ শিক্ষিত সব শ্রেণীর পাঠকের কথা বিবেচনায় রেখেই বইটি সংকলন করা হয়েছে। আপনি যদি সরাসরি কুরআন-হাদিস থেকে খুব সংক্ষেপে জীবনের প্রতিটি অধ্যায়ের সাথে সম্পৃক্ত করণীয় সম্পর্কে জানতে চান তাহলে অনায়াসে এই বইটি নির্বাচন করতে পারেন। মুমিন হিসেবে আমাদের করণীয় সম্পর্কে জানা, যেকোনাে বিষয়ে আয়াত ও হাদিস অনুসন্ধান, জুমার বয়ান তৈরি, বিষয়ভিত্তিক গবেষণা, হাদিসের ছাত্রদের পরীক্ষার প্রস্তুতিসহ জ্ঞানগত যেকোনাে কাজের জন্য বইটি হতে পারে আপনার নিত্য সঙ্গী বইটির কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলাে- ১. প্রতিটি আয়াত ও হাদিসের সাথে বিস্তারিত রেফারেন্স সংযােজন। ২. অর্থগত অস্পষ্টতা দূরিকরণ, একই বিষয়ের দুই হাদিসের বাহ্যিক বিরােধ নিরসন ও ইখতিলাফী মাসআলা সম্বলিত হাদিসসমূহে গুরুত্বপূর্ণ টীকা সংযোজন। ৩. প্রতিটি অধ্যায়ের শুরুতে সংশ্লিষ্ট বিষয়ে প্রাসঙ্গিক আলােচনা সংযােজন। ৪. আয়াত ও হাদিসের সংখ্যা না বাড়িয়ে বিষয়ের সংখ্যা বাড়ানাের প্রতি বেশি গুরুত্ব প্রদান। যাতে পাঠক কুরআন-হাদিসের জ্ঞানের সব শাখার সাথে পরিচিত হতে পারেন। ৫. বিষয় নির্বাচনের ক্ষেত্রে ইতিহাস-ঐতিহ্য ও ঘটনার চেয়ে আকিদা-বিশ্বাস ও দৈনন্দিন জীবনের আমলের সাথে সম্পৃক্ত বিষয়গুলােতে বেশি গুরুত্ব প্রদান। ৬. বাজারে প্রচলিত এ বিষয়ের বইসমূহে যেসব বিষয় বাদ পড়েছে সেসব বিষয়ের আয়াত ও হাদিস একত্র করার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান। ৭. বইটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে পাঠক যেনাে ইসলামী জীবনের একটি পূর্ণাঙ্গ রূপ সামনে পেয়ে যান, সেদিকে খেয়াল রেখেই বইটি সংকলন করা হয়েছে।