প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি আমরা অধ্যবধি অন্ধকারের মায়াজালে আবদ্ধ হয়ে আছি! অশ্লীলতার অগ্নিকুন্ডে আত্মহুতি দিচ্ছি। মনের অজান্তেই শয়তানের হাতিয়ার স্বরূপ ব্যবহৃত হচ্ছি। ইহকাল পরকাল উভয় জগতের মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে যাচ্ছি। অশ্লীলতার মায়াজালে আবদ্ধ হয়ে নিজের গন্তব্য স্থল ভুলে গিয়েছি। দিন দিন মহান আল্লাহ রাব্বুল আলামীনের সান্নিধ্য থেকে দূরে সরে যাচ্ছি। শৈশব কাটিয়েছি সুন্দর এক জীবন। কিন্তু যখনই যৌবনের হাওয়া আমাদেরকে স্পর্শ করল ঠিক তখনই নিজের কাছে নিজেই অপরিচিত হয়ে গেলাম। এযুগের ফেতনা গুলো ধীরে ধীরে গ্রাস করতে লাগলো। যৌবনের তাড়নায় ছুটে চলেছি সাময়িক সুখের দিকে। একদম অন্ধকারের অতল গহবরে নিমজ্জিত হতে লাগলাম। দিন দিন নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিতে লাগলাম। সাথে সাথে ভুলে গেলাম কেন আমাকে সৃষ্টি করা হয়েছে? কেন আমাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে? হঠাৎ আপনার হুশ ফিরে আসলো। আপনার মনে হল যে অন্ধকারে নিমজ্জিত হয়ে আছি এটা তো জীবন নয়! আমাকে তো মওজ মাস্তি করার জন্য সৃষ্টি করা হয়নি। ঠিক তখনই আপনি ইচ্ছে পোষণ করলেন সেই অন্ধকারের মায়াজাল থেকে বের হয়ে আসবেন! কিন্তু কীভাবে বের হয়ে আসবেন সেই দিশা খুঁজে পাচ্ছেন না। কিভাবে যৌবনের তারানায় লিপ্ত হওয়া সমস্ত অশ্লীলতা থেকে বের হয়ে আসবেন! চিন্তিত হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলার কাছে খাস নিয়তে তওবা করুন, আর হাতে নিন এই "প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি" বইটি! এই বইয়ের প্রতিটা গল্প আপনাকে সঠিক পথের সন্ধান দেবে ইনশাআল্লাহ। নিজেকে পরিপূর্ণ ভাবে আত্মশুদ্ধি করে নতুন করে গঠন করতে অগাধ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ । "আসুন প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি করে ফিরে আসি দ্বীনের পথে"।
মাহমুদ বিন নূর। উদীয়মান তরুণ আলেম। বর্তমান সময়ের সম্ভাবনাময়ী দা'ঈ। মননশীল এবং সৃজনশীল প্রতিভাধর এই লেখক জন্মগ্রহণ করেন হবিগঞ্জ জেলার জালালাবাদ গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। পড়াশোনা শেষ করেন কওমি মাদ্রাসা থেকে।
লেখালেখির যাত্রা শুরু হয়—'প্রত্যাবর্তনের প্রতিশ্রুতি' বই দিয়ে। অতঃপর, আমাদের এই ঠুনকো জীবনে যে সকল ভুল-ভ্রান্তি হয়ে থাকে, সেগুলো সমাধানের লক্ষ্যে লেখক প্রকাশ করেন তার দ্বিতীয় গ্রন্থ, 'দর্পণ'। সর্বশেষ প্রকাশিত হয়, পাঠকপ্রিয় বই-' নফসের বিরুদ্ধে লড়াই'। এছাড়াও তার সম্পাদিত 'আতশকাচে দেখা বাদশাহ হারুনুর রশিদ' ও 'পরিশুদ্ধ ক্বলব' নামক দু'টি বই-ও রয়েছে। ভ্রান্তির বেড়াজালে আটকে পড়া এই দিকভ্রান্ত মুসলিম উম্মাহ'র হাতে আলোর মশাল তুলে দিতে লেখকের অনবরত আপ্রাণ এই ক্ষুদ্র প্রয়াস।