জাপানি কথাশিল্পী ইউকিও মিশিমা’র স্বনির্বাচিত ৯টি শ্রেষ্ঠ গল্প নিয়ে সংকলিত হয়েছে ‘ইউকিও মিশিমা’র শ্রেষ্ঠ গল্প’ নামের সংকলনটি। এই গল্পগুলোতে উন্মোচিত হয়েছে ইউকিও মিশিমা’র সেই অসামান্য চিত্রণক্ষমতা যে ক্ষমতার অধিকারী লেখকসত্তা, বিস্তার আর গভীরতা—উভয় মাত্রিকেই বহু বিচিত্র নর-নারীর বিশেষ বিশেষ মুহূর্তের মানবিক আবেগের স্ফূরণকে অনন্য রূপায়ণে রূপায়িত করেছে।
[...] ইউকিও মিশিমা’র লেখনীশক্তি অর্জিত হয়েছে অত্যন্ত আবেগময়, অন্তর্মুখী শৈশব থেকে, ক্রমেই তা হয়ে উঠেছে সৃজনশীল আর পরিপক্ক। ক্রমেই তিনি হয়ে উঠেছেন উচ্চপ্রশংসিত ঔপন্যাসিক, গল্পকার, আধুনিক ‘নো’ নাট্যকার এবং জাপানের স্বঘোষিত বিবেক। জাপানের হাজার বছরের গড়ে ওঠা অনবদ্য গদ্যভঙ্গিকে আত্মসাৎ করেছেন মিশিমা, তাকে পাঠকের সামনে তুলে ধরেছেন নিজের অননুকরণীয় সারল্যে।
[...] সাধারণ জাপানি চারিত্র্যে যে কয়টি বিষয় প্রত্যক্ষভাবে লক্ষণীয় সেগুলোর মোটামুটি সুসংঘবদ্ধ রূপ পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর জাপানি কথাসাহিত্যিকদের অন্যতম শক্তিশালী লেখক ইউকিও মিশিমা’র রচনায়। জাপানি চারিত্র্যের প্রতিনিধিত্বমূলক গল্পগ্রন্থ ডেথ ইন মিডসামার এন্ড আদার স্টোরিজ মিশিমা’র অন্যতম শ্রেষ্ঠ গল্প সংকলন। সংকলনটিতে নয়টি গল্প আর একটি নাটক অন্তর্ভুক্ত রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী জাপানি কথাসাহিত্যের সাথে বাংলাদেশী পাঠকের পরিচয় ঘনিষ্ঠ করার একটি প্রচেষ্টা হিসেবে অনুবাদের জন্য ইউকিও মিশিমা’র অন্যতম শ্রেষ্ঠ রচনা-সংকলনটিকে গ্রহণ করা হয়েছে।