এই বইটি ডাঃ মোস্তফা মাহমুদ রচিত "A Dialogue With an Atheist " বইটির অনুবাদগ্রন্থ। বইটি প্রথম প্রকাশিত হয় ১৯৭৪ সালে। এবং পরবর্তীতে ২০০০ সালে এর দ্বিতীয় মুদ্রণ প্রকাশ করা হয়। বইটি মূলত ডাঃ মোস্তফা মাহমুদ স্যারের নাস্তিক বন্ধু, যিনি ফ্রান্স থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন, তারা সাথে নানান বিষয় নিয়ে কথপোকথনের উপর ভিত্তি করে রচিত। এই বইটি বেশ গুরুত্বপূর্ণ। আজ যারা এদেশে নাস্তিকতার বিরুদ্ধে লিখছেন এবং ইসলামের বিরুদ্ধে উত্থাপিত প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন তার বেশিরভাগই মূলত ডাঃ মোস্তফা মাহমুদ স্যারের এই বই থেকে ধার করা কিংবা বলা যায় সরাসরি নকল করা । তাই প্রত্যেকের উচিত এই অসাধারণ বইটি সংগ্রহে রাখা। এখানে নাস্তিকদের করা প্রায় ১৯ টি প্রশ্নের উত্তর পবিত্র কুরআন এবং উপযুক্ত যুক্তির আলোকে প্রদান করা হয়েছে। বইটি আজ মানুষের মনে উদ্ভূত বেশকিছু প্রশ্ন পরিষ্কার করতে সহায়তা করবে। ডাঃ মোস্তফা মাহমুদ, কুরআন ও সুন্নাহর প্রত্যক্ষ রেফারেন্স সহ বিস্তৃতভাবে বর্তমান সমস্যাগুলোর একটি সম্পূর্ণ বাস্তবিক সমাধান দিয়েছেন। ইশ্বরের অস্তিত্বের প্রমাণ, কেনো ইশ্বর শয়তান সৃষ্টি করেছেন? জান্নাত এবং জাহান্নাম কোথায়? কেনো-ই বা তিনি এসন সৃষ্টি করেছিলেন? হযরত মুহাম্মদ (সাঃ) কি নিজেই কোরআন রচনা করেছিলেন? এসব সমস্যাগুলি স্পষ্টভাবে এবং যৌক্তিকভাবে খণ্ডন করেছেন তিনি এই বইতে। অসাধারণ এই বইটি না পড়লে হয়তো অনেক কিছুই আপনার জ্ঞানের অগোচরে রয়ে যাবে।
মুস্তাফা কামাল মাহমুদ হুসাইন (১৯২১-২০০৯) একজন মিসরিয় চিকিৎসক, দার্শনিক ও লেখক। পেশাগত জীবনের শুরুটা চিকিৎসক হিসেবে হলেও পরবর্তীতে তিনি লেখালেখি, সাংবাদিকতা, ভ্রমণ ইত্যাদী কাজে নিয়োজিত ছিলেন। বিজ্ঞান, দর্শন, ধর্ম, রাজনীতি, সমাজ, নাটক, ছোটগল্প ও ভ্রমণকাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা ৮৯ টি। মিসরীয় টিভিতে দীর্ঘ আঠাশ বছর আল ইলম ওয়াল ঈমান শীর্ষক একটি অনুষ্ঠান পরিচালনা করেন। ১৯৯৫ সালে মিসরের রাষ্ট্রিয় সম্মাননা পদক লাভ করেন। তাছাড়া একটি গ্রহাণু তার নামে নামকরণ করা হয়েছে। মুস্তাফা মাহমুদ একটি মসজিদ, হাসপাতাল ও সেবামূলক সংস্থার প্রতিষ্ঠাতা।