"বিসিএস পাওয়ার প্ল্যান প্রিলিমিনারি রিটেন" বইটির বৈশিষ্ট্য: ১. বিসিএস প্রিলিমিনারি টেস্টে-এর সিলেবাস প্রথম অধ্যায়ে যুক্ত করা হয়েছে। ২. ২য় অধ্যায়ে বিসিএস প্রশ্নের নির্ভুল বিশ্লেষণ ভিন্ন আঙ্গিকে উপস্থাপিত হয়েছে। বিসিএস প্রস্তুতি শুরুর আগে প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা খুবই জরুরি। কেননা শুরুতেই এই প্রশ্ন বিশ্লেষণ আপনাকে ধারণা দিবে কোথায় থেকে কোন কোন টপিকসের উপর বেশি প্রশ্ন হয়। এছাড়াও প্রতিটা বিষয়ের গুরুত্বপূর্ণ অংশ সম্পর্কে পরিষ্কার ধারণা জন্মাতে সাহায্য করবে। অতঃপর পড়া শুরু করলে যাতে বুঝতে সুবিধা হয় নির্ধারিত কোন কোন টপিকস বেশি গুরুত্বপূর্ণ এবং কম গুরুত্বপূর্ণ। ৩. বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বই পরিচিতি ৩য় অধ্যায়ে দেওয়া হয়েছে। উক্ত অধ্যায়ে বিভিন্ন রেফারেন্স বই, বাের্ড বই, গাইড বই এবং ডাইজেস্ট সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যে কোন পরীক্ষার্থী সহজেই বিসিএস এর জন্য উপযুক্ত বই সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবে। ৪. বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য প্রয়ােজনীয় বাের্ড বই পরিচিতি ৩য় অধ্যায়ে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি সকল বাের্ড বইয়ের প্রয়ােজনীয় অধ্যায়ের নাম সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া হয়েছে। যা একজন পরীক্ষার্থীকে সময়ক্ষেপণ থেকে বাঁচিয়ে দিবে। ৫. ৩য় অধ্যায়ে বিষয় ভিত্তিক রেফারেন্স বই উল্লেখ করে দেওয়া হয়েছে। যা একজন পরীক্ষার্থীকে সহজে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। পর্যাপ্ত সময় থাকলে রেফারেন্স বই পড়ে প্রত্যেক পরীক্ষার্থী নিজেকে অনেক এগিয়ে রাখতে পারবেন।