"ডিকশনারী অব প্রিফিক্স এন্ড সাফিক্স" বইয়ের 'বইটি কেনো পড়বেন?' এই অংশের লেখাঃ * ইংরেজি ভাষার শব্দভাণ্ডার অতিবিশাল ও সমৃদ্ধ। এ বিশাল ও সমৃদ্ধ শব্দভাণ্ডারকে সহজে, স্বল্পসময়ে ও বিশ্লেষণাত্মকভাবে আয়ত্ত করতে বইটি আপনাকে অকল্পনীয়ভাবে সাহায্য করবে, যা বইটি না পড়ে অনুধাবন করা কঠিন। * Word-এর Parts of Speech নির্ণয় অর্থাৎ কোনো Word Noun, Verb, Adjective, না Adverb তা নির্ণয়, Parts of Speech পরিবর্তন অর্থাৎ Noun থেকে Verb অথবা Verb থেকে Noun, Noun থেকে Adjective অথবা Adjective থেকে Noun, Adjective থেকে Adverb অথবা Adverb থেকে Adjective গঠন করতে বইটির কোনাে বিকল্প নেই। * বইটি আপনাকে একজন দক্ষ Word Anatomist হিসেবে গড়ে তুলবে অর্থাৎ Word এর সাথে Prefix বা Suffix সংযােজন, বিয়ােজন বা পরিবর্তন করে নতুন Word গঠন, অর্থের পরিবর্তন, পরিবর্ধন ও সম্প্রসারণ এবং Word কে সংশ্লেষণ ও বিশ্লেষণ করতে পারবেন যা আপনার ভাষাগত পারদর্শিতা বৃদ্ধি করে আপনাকে সফলতার সর্বোচ্চ শিখরে পৌছাতে সাহায্য করবে। * বইটি আপনাকে একটি Word থেকে অনেকগুলাে Derivatives (প্রত্যয়ান্ত শব্দ) তৈরি করতে, Derivatives গুলাের অর্থ করতে এবং অর্থের গুণগত ও কাঠামােগত পরিবর্তন বুঝতে সাহায্য করবে যা ভাষাগত নিপুণতা অর্জনের জন্য অপরিহার্য। * বইটিতে পাবেন Word গঠন, বিশ্লেষণ ও এর Parts of Speech নির্ণয়ের Effective tactics যা আপনার ভাষাগত দক্ষতা অনেকগুণ বাড়িয়ে দেবে। * প্রতিটি Prefix ও Suffix -এর বাংলা ও ইংরেজি অর্থসহ অতি সহজ-সরলভাবে ব্যাখ্যা করা হয়েছে। ফলে অন্যের সাহায্য ছাড়াই বুঝা যাবে। * বইটি পড়ার পর আপনি সহজেই অনেক Unknown word -এর অর্থ করতে এবং নতুন নতুন Word গঠন ও ব্যবহার করতে পারবেন। * উপস্থাপনায় Modern Teaching Methodology'র ব্যবহার যা আপনার সুপ্ত Creativity’র বিকাশে সাহায্য করবে।