"দ্য ম্যাজিক অব থিঙ্কিং বিগ" বইয়ের পেছনের কভারে লেখা: ডেভিড জে. সােয়ার্টজ, জুনিয়র ২৩ মার্চ ১৯২৭ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন এবং ৬ ডিসেম্বর ১৯৮৭ সালে মৃত্যুবরণ করেন। তিনি একজন প্রখ্যাত আমেরিকান প্রেরণাদায়ী লেখক, পরামর্শক, প্রশিক্ষক, ব্যবসায়িক উপদেষ্টা ও শ্রেষ্ঠ মােটিভেটর ছিলেন। যিনি ১৯৫৯ সালে ম্যাজিক অফ থিংকিং বিগ রচনার জন্য সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেছিলেন। তিনি আটলান্টার জর্জিয়া স্টেট ইউনিভার্সিটির বিপণনের অধ্যাপক, কনজিউমার ফিন্যান্সের চেয়ারম্যান ছিলেন এবং প্রেরণা নিয়ে আমেরিকান শীর্ষস্থানীয় কর্তৃপক্ষ হিসেবে বিবেচিত হন। তিনি একটি স্বনির্ভর প্রশিক্ষক এবং জীবন। কৌশলবিদ হিসেবে তার নিজের কাজ শুরু করেন এবং ক্রিয়েটিভ এডুকেশনাল সার্ভিসেস ইনক নামে পরিচিত | নেতৃত্বের বিকাশের উপর মনােনিবেশ করে একটি নিজস্ব। পরামর্শ সংস্থা প্রতিষ্ঠা করেন। তিনি প্রমাণ করেছেন যে দুর্দান্ত বুদ্ধি ও সন্তুষ্টি অর্জনের জন্য আপনার বুদ্ধিজীবী হওয়ার বা জন্মগত দক্ষতার দরকার নেই, তবে আপনাকে ভাবতে ও আচরণ করার অভ্যাসটি শিখতে এবং বুঝতে হবে যেগুলি আপনাকে সেখানে পৌঁছে দেবে। এই গ্রন্থে লেখক কীভাবে চিন্তাভাবনা এবং চিন্তার অভ্যাস পরিবর্তন করে জীবনে সাফল্য অর্জন করা যায়, সে সম্পর্কে ধাপে ধাপে দিকনির্দেশনা প্রদান করেছেন। তিনি ব্যাখ্যা করেছেন যে ভিজুয়ালাইজেশন সমস্ত কিছুর জন্য মূল্য সংযােজন করে এবং বড় চিন্তাভাবনা মানে যা কেবল তা নয়, কী হতে পারে তা দেখার জন্য নিজেকে প্রশিক্ষণ দেওয়া। তিনি ব্যর্থতার চক্র থেকে বেরিয়ে সাফল্যের পথে পরিচালিত হতে আরও ভাল সিদ্ধান্ত নেওয়া এবং নেতিবাচক চিন্তাভাবনা পরিহার করে সফল মানুষদের মত ভাবনাচিন্তা করার প্রেরণা দিয়েছেন।