The essays in this book are the fruit of a very humble attempt at interpreting contemporary events and issue perceived to be connected to this subject. Our hope is that these essays might assist reader to recognize the reality of events on which we have commented and in the process, also recognize ‘Truth’ in Islam. They would read these essays and be pleasantly surprised by an articulation of Islam’s viewpoint so different from today’s anti-Islam propaganda. They would be startled to learn, for example, of prophecies of Prophet Muhammad (peace and blessing of Allah Most High be upon him) concerning the Last Age about which they never previously knew. Many might not have known that he prophesied an end of history that would witness the return of the true Messiah, Jesus the son of the virgin Mary (peace be upon them both), and that a Muslim army coming out of territory in and around Afghanistan would at that time successfully liberate all occupied territory until it finally liberates Jerusalem.
ইমরান নযর হোসেন। ক্যারিবিও দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউট (করাচি) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ, আল-আযহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করেন সুইজারল্যান্ডের Graduate Institute of International Relations থেকে। দায়িত্ব পালন করেন করাচির আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে, ছিলেন করাচির World Muslim Congress-এর রিসার্চ ডাইরেক্টর এবং মিয়ামির Islamic Institute for Education and Research-এর ডাইরেক্টরও। এছাড়াও তিনি ত্রিনিদাদ এন্ড টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং সর্বোপরি আধুনিক যুগের বাস্তবতা তুলে ধরতে তিনি সত্যিই অনবদ্য। তাঁর গ্রন্থের বিষয়বস্তু বর্তমানে বাস্তবে সত্যে পরিণত হচ্ছে এবং প্রতিনিয়ত তাঁর বক্তব্যকে সত্যায়িত করে চলছে, যা সত্যই তাঁর আধ্যাত্মিক উচ্চতার পরিচয় বহন করে। Jerusalem in the Quran- An Islamic View of the Destiny of Jerusalem তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ।