This book is devoted to a study of the Jasad, whom the Prophet-King Solomon (’alayhisalam) saw sitting on his throne, and the first problem we encounter in this study is that neither the Qur’an nor the Prophet Muhammad’s (sallalahu ‘alayhi wasallam) Hadith explain who this Jasad truly is.This book has, therefore, been written with the specific purpose of inviting a scholarly response to this subject of the Jasad, from those who defend the salafi methodology, as well as those who defend the methods by which the Qur’an is studied in the Dar al-Ulum...Imran N. Hosein was born in Trinidad, West Indes. He studied under the guidance of the distinguished scholar of Islam, Maulana Dr. Fadlur Rahman Ansari, at the Aleemiyah Institute of Islamic Studies, Karachi, Pakistan. He is also a post-graduate of Philosophy from the Karachi University of West Indes, and a Post Graduate of International Relations from the University of the West Indes, Trinidad and the Graduate Institute of International Studies, Geneva, Switzerland.
ইমরান নযর হোসেন। ক্যারিবিও দ্বীপপুঞ্জের ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন ১৯৪২ সালে। আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউট (করাচি) থেকে স্নাতক সম্পন্ন করেন এবং পাশাপাশি করাচি বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইন্ডিজ, আল-আযহার সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করেন সুইজারল্যান্ডের Graduate Institute of International Relations থেকে। দায়িত্ব পালন করেন করাচির আলিমিয়া ইসলামিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে, ছিলেন করাচির World Muslim Congress-এর রিসার্চ ডাইরেক্টর এবং মিয়ামির Islamic Institute for Education and Research-এর ডাইরেক্টরও। এছাড়াও তিনি ত্রিনিদাদ এন্ড টোবাগোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে কূটনীতিক হিসেবেও দায়িত্ব পালন করেন। ইসলাম, সমকালীন রাজনীতি, অর্থনীতি, সামাজিক বাস্তবতা এবং সর্বোপরি আধুনিক যুগের বাস্তবতা তুলে ধরতে তিনি সত্যিই অনবদ্য। তাঁর গ্রন্থের বিষয়বস্তু বর্তমানে বাস্তবে সত্যে পরিণত হচ্ছে এবং প্রতিনিয়ত তাঁর বক্তব্যকে সত্যায়িত করে চলছে, যা সত্যই তাঁর আধ্যাত্মিক উচ্চতার পরিচয় বহন করে। Jerusalem in the Quran- An Islamic View of the Destiny of Jerusalem তাঁর আলোড়ন সৃষ্টিকারী গ্রন্থ।