বাংলাদেশ দুইশ বছর ব্রিটিশ সাম্রাজ্যের অধীন উপনিবেশ ছিল (১৯৪৭ সাল পর্যন্ত) এবং আরও চব্বিশ বছর পাকিস্তানের শাসনাধীন ছিল (১৯৭১ সাল পর্যন্ত)। ওই সময় দমন, নিগ্রহ, অর্থনৈতিক বৈষম্য এবং নির্যাতনের কাল হিসেবে চিহ্নিত । মানুষকে ভাষা (মাতৃভাষা), সংস্কৃতি এবং অধিকার আদায়ের জন্য সংগ্রাম করতে হয়েছে । অবিভক্ত ভারতে ঔপনিবেশিক শাসনের অবসান হয় ১৯৪৭ সালে; কিন্তু মানুষকে ভৌগোলিকভাবে পাকিস্তানের সুদূরে অবস্থান করেও অধিকারের জন্য লড়াই চালিয়ে যেতে হয়। সার্বিকভাবে উপনিবেশমুক্ত সময় শুরু হয় ১৯৫২ সালের ভাষা আন্দোলন (ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে) থেকে; যা স্বাধীনতাযুদ্ধে রূপ নেয় এবং ১৯৭১ সালের ডিসেম্বর মাসে একটি নতুন জাতির জন্ম হয় । দেশের জন্মের জন্য বিপ্লবী নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানই ছিল মূল । ১৯৪৮ থেকে ১৯৭১ সাল ছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সাধারণ জনগণের একটি সংগ্রামের সময় । বইটি শুরু করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে বিপ্লবী নেতা হিসেবে মূল্যায়ন করার মাধ্যমে । বঙ্গবন্ধুর রাজনৈতিক সংগ্রাম তুলে ধরতে গিয়ে বইটিতে দেশের জনগণকে দমন-পীড়ন থেকে মুক্তির জন্য জাতির পিতার সংগ্রাম এবং আত্মবিসর্জন মূল্যায়ন করা হয়েছে। বাংলাদেশ ১৯৭৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাতিসংঘের সদস্য ছিল না এবং অনেক দেশ কর্তৃক স্বীকৃত ছিল না। এই বইয়ে মার্চ থেকে বঙ্গবন্ধুর নেতৃত্বের মাধ্যমে জাতিসংঘের ভূমিকা আলোচনা করা হয়েছে যার পদচিহ্ন বাংলাদেশে ছিল ১৯৭১ সাল থেকে। একটা নতুন জন্মলাভ করা দেশে জনসাধারণ কঠোর পরিশ্রম করেছিল এবং বঙ্গবন্ধু নেতৃত্বের মাধ্যমে জাতিসংঘের ত্রাণ কার্যক্রমের সহায়ক পরিবেশ তৈরি করেছিলেন; যা বাংলাদেশ গঠনে সহায়তা করেছিল ।
Title
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্বনেতাদের ওপর একটি সমীক্ষা বাংলাদেশে জাতিসংঘ [১৯৭১-১৯৭৩]