অনেক চাকরিপ্রার্থীকেই হতাশার সুরে বলতে শোনা যায়, একটা চাকরির আশায় জুতার তলা ক্ষয় করে ফেললাম, কত প্রতিষ্ঠানে জীবনবৃত্তান্ত জমা দিলাম, কিন্তু কেউ একবারও ডাকলো না! আবার কেউ কেউ আক্ষেপ করেন এই বলে যে, চাকরি হোক বা না হোক অন্তত নিয়োগ পরীক্ষায় ডাক পেলেও সান্ত¡না পেতাম। কিন্তু সেই সুযোগটাই আজ পর্যন্ত এলো না! মেধা, যোগ্যতা অনুযায়ী মনের মতো কাজ খুঁজে পেতে সবার আগে চাকরি খোঁজার মাধ্যম বা উপায়গুলো জানতে হবে। সেই সঙ্গে কিছু কৌশলী হয়ে যথাযথ প্রস্তুতি নিতে হবে। এই বইয়ে সাক্ষাৎকার-ভীতি থেকে মুক্তি, রেজ্যুমে তৈরি, চাকরি খোঁজা এবং সাক্ষাৎকারে সফলতা লাভের সুন্দর দিক-নির্দেশনা রয়েছে। বর্তমান বইয়ের লেখক রাজিব আহমেদ তাঁর পেশাগত জীবনে মাত্র চারবার রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক এবং রবি (একটেল)-এ সাক্ষাৎকার পর্বের মুখোমুখি হয়েছেন এবং চারটি চাকরিই পেয়েছেন। পেশাগত অবস্থানের কারণে কিছুকাল একটি বহুজাতিক কোম্পানির সেলস, মার্কেটিং ও কাস্টমার সার্ভিস বিভাগের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। কী কারণে একজন চাকরি পান আর একই রকম আরেকজন বাদ পড়েন- সেটা খুব কাছ থেকে দেখেছেন। এই বইটি তাঁর ব্যক্তিগত শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতার ফসল। বইটি তাই শুধু পাঠ্য নয়, অবশ্যই সংগ্রহে রাখার মতো।
জীবন ঘনিষ্ঠ বহুমাত্রিক লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ অতিক্রম করে গেছে। বাংলাদেশে আত্মোন্নয়নমূলক অভিনন্দন লাভ করেছেন। রাজিব আহমেদ চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দশ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন মুক্ত বিক্রয় প্রশিক্ষক ও অনুপ্রেরণামূলক বক্তা; জয় করে চলেছেন অসংখ্য বিক্রয় পেশাজীবী, শিক্ষার্থী ও দর্শক শ্রোতার হৃদয়। লেখালেখি তার নেশা আর ভালোবাসেন দেশ-বিদেশে ঘুরে বেড়াতে।