আত্মপ্রকাশ”বইয়ের প্রথম ফ্ল্যাপ এর লেখা : আত্মপ্রকাশ লেখক হিসেবে নবীন, বয়সে প্রবীণ কিন্তু অভিজ্ঞতায় ঋদ্ধ একজন মানুষের নিজেকে তুলে ধরার প্রয়াস। বইটির মূল প্রতিপাদ্য হলাে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স পড়তে গিয়ে লেখক যেসব অমূল্য অভিজ্ঞতা অর্জন করেছেন তা সাবলীল ভাষায় প্রকাশের চেষ্টা। আশির দশকের প্রথম ভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে সেসব বিষয় লেখক। সহজ সরল ভঙ্গিতে তাঁর বইতে তুলে ধরেছেন। পাশাপাশি বেশ কিছু। ঘটনার পটভূমি বা ব্যাকগ্রাউন্ডের ইতিহাসও তিনি তাঁর এসব লেখায় যােগ করেছেন। ফলে এগুলাে রূপ পেয়েছে ইতিহাসআশ্রিত রচনায় যার। আবেদন কখনাে ফুরাবার নয়! খান মসলেহ'র সরস রচনার মাধ্যমে পাঠক বুদ হয়ে যাবেন লেখকের ঢাবির। জীবনের রােমাঞ্চকর সব ঘটনার মাঝে। কিছু কিছু বিষয় তাদেরকে হাসাবে। আবার তার সংগ্রামময় জীবনের কোনাে কোনাে ঘটনা পাঠকদের চোখ করে তুলবে অশ্রুসজল। লেখক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন উচ্চতর শিক্ষার জন্য আমেরিকায় যাওয়ার একটি সুযােগ লাভ করেন। তারপর প্রায় চল্লিশ বছর ধরে তিনি আমেরিকায় বসবাস করছেন। এই সময় তিনি ব্লগে প্রচুর লেখালেখি করেছেন এবং এখনাে করছেন। তার লেখার বেশিরভাগ আলােচ্য বিষয় ছিল জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গন। তিনি বিদেশে থাকলেও দেশকে এক মুহুর্তের জন্যও ভুলে যাননি। দেশে বিভিন্ন সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনাগুলাে নিয়ে তিনি যেসব নিবন্ধ লিখেছেন তা তারই প্রমাণ। বইটির দ্বিতীয় ভাগে সেই চমক্কার নিবন্ধ ও প্রবন্ধগুলাে সংযােজিত হয়েছে। আশা করা যায়, তথ্যবহুল এ আর্টিকেলগুলাে পড়ে পাঠক শুধু পড়ার আনন্দই লাভ করবেন না, তারা সাম্প্রতিক নানান আন্তর্জাতিক এবং জাতীয় বিষয় সম্পর্কে জানবারও সুযােগ পাবেন। সবশেষে আশা করা যায় একটি তথ্যবহুল এবং সুপাঠ্য গ্রন্থ পাঠের আনন্দে আনন্দিত হবেন পাঠককুল।