পথে যেতে যেতে নীলসাগর মোঃ হারুন-উজ-জামান ভূঁইয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন চৌকস কর্মকর্তা। এর বাইরেও রয়েছে তার বর্ণাঢ্য পরিচিতি। তিনি একজন লেখক, গবেষক ও শব্দশিল্পী। শব্দের কারুকার্যে পরম মমতায় বোনেন প্রিয় মানুষ, প্রিয় মাটি, প্রিয় প্রকৃতি ও দেশ বিদেশের নানা কথা। এদেশের মাটির মতোই অকৃত্রিম মমতায় ঘেরা তার স্বভাব। ঋদ্ধ মেধা ও মননে একজন আলোকিত মানুষ তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন। দেশের স্বনামধন্য আবৃত্তি সংগঠন মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন সফল আবৃত্তিকার। বাংলাদেশ বেতারের নিয়মিত সংবাদ পাঠক এবং বাংলা একাডেমির জীবন সদস্য তিনি। বাবা সূরুজ আলী ভূঁইয়া ও মা যেবিন্দা সুলতানার দ্বিতীয় ছেলে তিনি। বয়সে রবীন্দ্রনাথের থেকে ঠিক একশ বছরের ছোট। ১৯৬১ খ্রিস্টাব্দে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুজলা সুফলা ছবির মতো সুন্দর গ্রাম গোতাশিয়ার স্নিগ্ধ কোলে তাঁর জন্ম। পড়ালেখার হাতেখড়ি স্থানীয় পাঠশালায়। ছোটবেলা থেকেই মেধাবী হারুন সকলের দৃষ্টি কাড়েন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় লাভ করেন অসাধারণ কৃতিত্ব। পান মেধা বৃত্তি। ঢাকা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাদারিত্বের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনের নিমিত্ত এপর্যন্ত বিশ্বের প্রায় ১৫ দেশ সফর করেছেন। ২০১৯ খ্রিস্টাব্দে তিনি পালন করেছেন পবিত্র হজব্রত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দু কন্যার বাবা।
মোঃ হারুন-উজ-জামান ভূঁইয়া বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন চৌকস কর্মকর্তা। এর বাইরেও রয়েছে তার বর্ণাঢ্য পরিচিতি। তিনি একজন লেখক, গবেষক ও শব্দশিল্পী। শব্দের কারুকার্যে পরম মমতায় বোনেন প্রিয় মানুষ, প্রিয় মাটি, প্রিয় প্রকৃতি ও দেশ বিদেশের নানা কথা। এদেশের মাটির মতোই অকৃত্রিম মমতায় ঘেরা তার স্বভাব। ঋদ্ধ মেধা ও মননে একজন আলোকিত মানুষ তিনি। এ পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা তিন। দেশের স্বনামধন্য আবৃত্তি সংগঠন মুক্তকণ্ঠ আবৃত্তি একাডেমির তিনি একজন প্রতিষ্ঠাতা সদস্য। বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন সফল আবৃত্তিকার। বাংলাদেশ বেতারের নিয়মিত সংবাদ পাঠক এবং বাংলা একাডেমির জীবন সদস্য তিনি। বাবা সূরুজ আলী ভূঁইয়া ও মা যেবিন্দা সুলতানার দ্বিতীয় ছেলে তিনি। বয়সে রবীন্দ্রনাথের থেকে ঠিক একশ বছরের ছোট। ১৯৬১ খ্রিস্টাব্দে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সুজলা সুফলা ছবির মতো সুন্দর গ্রাম গোতাশিয়ার স্নিগ্ধ কোলে তাঁর জন্ম। পড়ালেখার হাতেখড়ি স্থানীয় পাঠশালায়। ছোটবেলা থেকেই মেধাবী হারুন সকলের দৃষ্টি কাড়েন। জুনিয়র বৃত্তি পরীক্ষায় লাভ করেন অসাধারণ কৃতিত্ব। পান মেধা বৃত্তি। ঢাকা গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল থেকে এসএসসি ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএস সি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিজ্ঞানে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পেশাদারিত্বের পাশাপাশি মানসিক উৎকর্ষ সাধনের নিমিত্ত এপর্যন্ত বিশ্বের প্রায় ১৫ দেশ সফর করেছেন। ২০১৯ খ্রিস্টাব্দে তিনি পালন করেছেন পবিত্র হজব্রত। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দু কন্যার বাবা।