ইতিহাস অতীত জ্ঞানের নাম নয়, প্রকৃতপক্ষে ইতিহাস বর্তমান ও ভবিষ্যতের বাস্তবজ্ঞান। ইতিহাস মুসলমানদের সামনে সুবিস্তৃত জ্ঞানের দিগন্ত উন্মোচিত করে; জাতিসমূহের অবস্থা, মনীষীদের কীর্তিমালা এবং জাতি ও ব্যক্তির সংস্পর্শে ঘটা কালের আবর্তন-বিবর্তন সম্পর্কে অবহিত করে।শুনতে শুনতে আমরা বিশ্বাস করি, লুটপাটের জন্য প্রাচুর্যের লোভে ভারতবর্ষে ১৭বার আক্রমণ করেন সুলতান মাহমুদ গজনবী। আদ্যোও কি তাই! সম্পদের লোভে নাকি মুসলমানদের নিরাপত্তা দূত হয়ে আবির্ভূত হয়েছিলেন আমরা সঠিকটা জানি কি? পাঠ্যপুস্তকে খিলজি, তুঘলক, সৈয়দ, লোদি বা মোঘল সালতানাতের হাজার বছরের ইতিহাস কেন-ই বা স্বল্পপরিসরে আলোচনা? এরা কারা, কতৃত্ব বা কীর্তি-কর্মের আলোচনা কেন-ই বা কৌশলে এড়িয়ে যাওয়া হয়? হ্যাঁ এরা মুসলিম। সাচ্চা মুসলিম। এরাই ভারতবর্ষকে করেছে সমৃদ্ধ, এনেছে সভ্যতা শিখিয়েছে মানবতা। আরব, ইউরোপ-আমেরিকা বা আফ্রিকায় ইসলামের উৎপত্তি, বিকাশ নিয়ে কত আলোচনা-ই না শুনি, কত-ই না গবেষণা হয়। কিন্তু কখন, কিভাবে, কেন এই ভারতবর্ষে ইসলামের বিকাশ তা কি আমরা জানি? কেন-ই বা ইসলামী সালতানাত হারিয়ে দীর্ঘকাল ইংরেজের গোলামী করে মুসলমানদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেও গনতন্ত্রের গোলকধাঁধায় ঘুরপাক খাচ্ছি আমরা? হৃদয়ের গভীরে জমে থাকা হাজারো প্রশ্নগুলোর নির্ভরযোগ্য, বিশ্লেষণধর্মী জবাবের এক অনন্য সংস্করণ বইটি তার আপনযোগ্যতায় যুগ যুগ ধরে টিকে থাকবে পাঠকদের হৃদয়ে আর তৃষ্ণা মেটাবে ইতিহাস পিপাসুদের ইনশাআল্লাহ।