শতভাগ সাফল্যের নিশ্চয়তায় ধারাবাহিক প্রস্তুতি সম্প্রতি প্রকাশিত হয়েছে প্রাইমারী স্কুল শিক্ষকের এক বিশাল নিয়ােগ বিজ্ঞপ্তি যেখানে ৭০ হাজার নতুন শিক্ষক নেয়ার কথা উল্লেখ করা হয়েছে। বর্তমানে দেশের প্রতিযােগিতামূলক চাকরির বাজারে নিজেকে সেরাদের আসনে অধিষ্ঠিত করে চাকুরী পেতে চাই সঠিক প্রস্তুতি আর কঠোর পরিশ্রম। চাকুরিপ্রার্থীরা যাতে সঠিকভাবে প্রস্তুতি নিয়ে পরীক্ষায় সেরা ফলাফল পেতে পারে সেই কথা মাথায় রেখে দেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান পাঞ্জেরী পাবলিকেশন্স নিয়ে এসেছে প্রাইমারি শিক্ষক নিয়ােগ সহায়িকা।
ওনন্য এ বইটিতে যেসব বিশেষ জিনিস সঙ্গযােজন করা হয়েছেঃ * প্রশ্নপত্রের ধরন বুঝতে বিগত ১৩ বছরের ৯৪ সেট প্রশ্নপত্র এবং প্রয়ােজনীয় ব্যাখ্যাসহ উত্তরমালা দেওয়া হয়েছে। এ অংশটি থেকে নিয়ােগ প্রার্থীরা বুঝতে পারবেন কোন কোন বিষয়ের ওপর কতটা প্রস্তুতি নিতে হবে। * সিলেবাস অনুযায়ী যথাযথভাবে অধ্যায় বিন্যাস করা হয়েছে। প্রতিটি অধ্যায়ের শুরুতে বিষয়বস্তুর সারসংক্ষেপ উপস্থাপন করা হয়েছে, যা জেনে রাখলে ঐ অধ্যায়ের ওপর যেকোনাে প্রশ্নের উত্তর করা সম্ভব হবে। * প্রতিটি অধ্যায়ে রয়েছে বিগত বছরের প্রশ্নগুলাের প্রয়ােজনীয় ব্যাখ্যাসহ উত্তর। এছাড়া অধ্যায়টির ওপর নিজের প্রস্তুতি যাচাইয়ের জন্য রয়েছে সর্বাধিক কমন উপযােগী গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। * বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়ে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্যকণিকা, যা নিয়ােগ প্রার্থীর জ্ঞানের পরিধিকে বিস্তৃত ও সমৃদ্ধ করবে। সাম্প্রতিক বিষয়সমূহ স্বতন্ত্র একটি অংশে উপস্থাপন করা হয়েছে। রয়েছে করােনা মহামারীর ওপরে আলাদা অধ্যায়, যা অনুশীলন করলে নিয়ােগ প্রার্থীরা হালনাগাদ তথ্যভিত্তিক সকল প্রশ্নের উত্তর করতে সক্ষম হবেন। * প্রতিটি প্রশ্নের সাথে অযাচিত ব্যাখ্যার পুনরাবৃত্তি না ঘটিয়ে কেবল প্রযােজ্য ক্ষেত্রে নৈর্ব্যক্তিক প্রশ্নের ব্যাখ্যা প্রদান করা হয়েছে, যা নিয়ােগ প্রার্থীর প্রস্তুতিকে সহজ করে তুলবে। * সমস্ত প্রস্তুতি শেষে ঘড়ি ধরে নিজে নিজে পরীক্ষা দেওয়ার জন্য রয়েছে ৬০ সেট এক্সক্লসিভ মডেল প্রশ্ন ও উত্তর। এটির অনুশীলন নিয়ােগ প্রার্থীকে আত্মবিশ্বাসী করে তুলবে।
Title
পাঞ্জেরী প্রাক-প্রাথমিক ও প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সহায়িকা