ধরুন, নতুন একটা ব্লগ ওয়েবসাইটে প্রকাশের জন্য আপনি আপনার প্রিয় আট জন লেখকের লেখা আটটি খুনের রহস্যের প্রয়োজনীয় তথ্যসহ একটি তালিকা তৈরি করলেন। রহস্যগুলোর বিশেষত্ব হলো এগুলোর কোনো সমাধান দিয়ে যাননি লেখকেরা। এক কথায় পেছনে কোনো সুতো না রেখেই খুনি পার পেয়ে গিয়েছে প্রতিটি রহস্যতে। এর বেশ কয়েক বছর পর এফবিআই এসে আপনার খোঁজ করা শুরু করলো কারণ বেশ কয়েকটি খুন হয়ে গিয়েছে যেগুলোর পদ্ধতির সাথে আপনার সেই তালিকায় রাখা নিখুঁত খুনের রহস্যগুলোর মিল রয়েছে। পোক্ত অ্যালিবাই দেখিয়ে প্রথমে পার পেয়ে গেলেও বিভিন্ন তথ্যের ক্রস ম্যাচ করতে করতে সন্দেহের তীর বারবার আসতে থাকলো আপনার দিকেই। নিজের পিঠ বাঁচানোর জন্য যতই রহস্যের গভীরে নজর দিচ্ছেন ততই জড়িয়ে পড়ছেন আষ্টেপৃষ্ঠে। এখন প্রশ্ন হলো, খুন কি আপনিই করেছেন নিজের প্রিয় লেখকদের থেকে আইডিয়া নিয়ে? রহস্য উপন্যাসের একনিষ্ঠ পাঠক হিসেবে এসব পদ্ধতির কোনো খুঁত থেকে থাকলেও তা শুধরে নিয়ে পার্ফেক্ট মার্ডার করা কী আদৌ সম্ভব? নাকি অন্য কেউ এই কাজ করে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে? পারবেন এফবিআই এর কাছে এই পার্ফেক্ট মার্ডার এর সাসপেক্ট হিসেবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? উত্তর জানতে বসে পড়ুন বছরের অন্যতম সেরা থ্রিলার হাতে। কে জানে! দোষী হোন বা নির্দোষ, উত্তরটা হয়তো আপনাকে হতাশ করবে না। ধরুন, নতুন একটা ব্লগ ওয়েবসাইটে প্রকাশের জন্য আপনি আপনার প্রিয় আট জন লেখকের লেখা আটটি খুনের রহস্যের প্রয়োজনীয় তথ্যসহ একটি তালিকা তৈরি করলেন। রহস্যগুলোর বিশেষত্ব হলো এগুলোর কোনো সমাধান দিয়ে যাননি লেখকেরা। এক কথায় পেছনে কোনো সুতো না রেখেই খুনি পার পেয়ে গিয়েছে প্রতিটি রহস্যতে। এর বেশ কয়েক বছর পর এফবিআই এসে আপনার খোঁজ করা শুরু করলো কারণ বেশ কয়েকটি খুন হয়ে গিয়েছে যেগুলোর পদ্ধতির সাথে আপনার সেই তালিকায় রাখা নিখুঁত খুনের রহস্যগুলোর মিল রয়েছে। পোক্ত অ্যালিবাই দেখিয়ে প্রথমে পার পেয়ে গেলেও বিভিন্ন তথ্যের ক্রস ম্যাচ করতে করতে সন্দেহের তীর বারবার আসতে থাকলো আপনার দিকেই। নিজের পিঠ বাঁচানোর জন্য যতই রহস্যের গভীরে নজর দিচ্ছেন ততই জড়িয়ে পড়ছেন আষ্টেপৃষ্ঠে। এখন প্রশ্ন হলো, খুন কি আপনিই করেছেন নিজের প্রিয় লেখকদের থেকে আইডিয়া নিয়ে? রহস্য উপন্যাসের একনিষ্ঠ পাঠক হিসেবে এসব পদ্ধতির কোনো খুঁত থেকে থাকলেও তা শুধরে নিয়ে পার্ফেক্ট মার্ডার করা কী আদৌ সম্ভব? নাকি অন্য কেউ এই কাজ করে আপনাকে ফাঁসিয়ে দিচ্ছে? পারবেন এফবিআই এর কাছে এই পার্ফেক্ট মার্ডার এর সাসপেক্ট হিসেবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? উত্তর জানতে বসে পড়ুন বছরের অন্যতম সেরা থ্রিলার হাতে। কে জানে! দোষী হোন বা নির্দোষ, উত্তরটা হয়তো আপনাকে হতাশ করবে না।