"হোয়াই উই ওয়ান্ট ইউ টু বি রিচ" বইয়ের পেছনের কভারে লেখা: কেন আমরা আপনাকে ধনী দেখতে চাই? দুই পুরুষ—এক বার্তা, ধনীরা আরও ধনী হচ্ছে, তবে আপনি কী? ‘আমরা আমাদের মধ্যবিত্তকে হারাচ্ছি এবং সংকুচিত মধ্যবিত্ত শ্রেণি আমেরিকা ও বিশ্ব গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। আমরা চাই আপনি ধনী হয়ে উঠুন, যাতে আপনি সমস্যার অংশ না হয়ে সমাধানের অংশ হতে পারেন। ডােনাল্ড জে. ট্রাম্প এবং রবার্ট টি. কিয়ােসাকি ডােনাল্ড ট্রাম্প এবং রবার্ট কিয়ােসাকি দুজনেই উদবিগ্ন। মূল বিষয় হচ্ছে, ধনীরা আরও ধনী হচ্ছে, আর দরিদ্ররা আরও দরিদ্র হচ্ছে। পােলার বরফের ক্যাপগুলির মতাে মধ্যবিত্তরাও অদৃশ্য হয়ে যাচ্ছে। আমেরিকা দ্বি-শ্রেণির সমাজে পরিণত হচ্ছে। এ অবস্থা বেশিদিন থাকলে, শীঘ্রই আপনি হয় ধনী অথবা দরিদ্র হবেন। ধনী ব্যক্তিরা যারা পার্থক্য করতে চান, তারা সাধারণত যেখানে বিশ্বাস করে, সেখানেই অর্থ বিনিয়ােগ করে। ডােনাল্ড ট্রাম্প এবং রবার্ট তাদের সময় এবং অর্থ উভয়ই দিচ্ছেন একজন উদ্দ্যোক্তা ও ব্যবসায়ি হিসেবে। এছাড়াও এই বইতে তার বলেছেন, একা ধনী হলে সমস্যা থেকে যায়, সকলেই ধনী এবং ভালাে থাকলে সমাজে শান্তি বিরাজ করে। হােয়াই উই ওয়ান্ট