"আইকিউ হ্যাকস" বইটির সূচিপত্র: ১. কোন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় IQ হতে প্রশ্ন করা হয় ১০-১১ ২. সাংকেতিক বিন্যাস এবং পুনর্বিন্যাস (Coding and De-coding) ১১-২০ ৩. ঘড়ি ও সময় বিষয়ক (Abaut Clock and Time) ২১-২৫ ৪. দিন পঞ্জিকা বিষয়ক ২৬-২৯ ৫. রক্তের সম্পর্ক নির্ণয় (Blood Relation) ২৯-৩৩ ৬. সম্পর্ক মূল্যায়ন (Evaluation of Relationship) ৩৩-৩৮ ৭. সাদৃশ্য বিষয়ক (Analogy)। ৩৯-৪৩ ৮. ভাষাগত যৌক্তিক বিচার (Verbal Reasoing) ৪৪-৫০ ৯. সিদ্ধান্ত গ্রহণ (Decision Making) ৫০-৫৪ ১০. সত্যতা যাচাই (Authenticty) ৫৪-৫৫ ১১. আবশ্যক ৫৫-৫৭ ১২. সদৃশ ও বিসদৃশ (Similar and Dissimilar) ৫৭-৬২। ১৩. পানিতে প্রতিচ্ছবি (Water Image) ৬৩-৬৪ ১৪. আয়নায় প্রতিচ্ছবি (Mirror Image)। ৬৪-৬৬ | ১৫. নৌকা ও স্রোত বিষয়ক সমস্যা (Boat and Stream Related Problem)। ৬৬-৬৯ ১৬. নল ও চৌবাচ্চা বিষয়ক সমস্যা (Promlems about Pips and is tern) ৬৯-৭১ ১৭. বর্ণমালা ৭১-৭৪ ১৮. এলােমেলাে বর্ণগুলাে সাজিয়ে অর্থবােধক শব্দ গঠন [3/3 || ৭৪-৭৭ ১৯. শুদ্ধ বানান (Correct Spelling) ৭৭-৮০ ২০. সমার্থক ও বিপরীতার্থক শব্দ (Synonym and Antonym)। ৮০-৮৩ ২১. পরিভাষা (Terminology) । ৮৪-৮৫ ২২. অসামঞ্জস্য/ভিন্নতা (Odde one out) ৮৬-৮৭ ২৩. সংখ্যা বিষয়ক সমস্যা। ৮৮-৯৫ ২৪. রােমান সংখ্যা (Roman Numbers) ৯৬-৯৭ ২৫. স্থান ও অবস্থান (Find Out Space and Position)। ৯৭-৯৮ ২৬. চিত্রগত সমস্যা বিষয়ক (Abaut different tigers) ৯৮-১০২ ২৭. শব্দের অদ্যাক্ষর অনুক্রমে সাজাননা। ১০২-১০৩ ২৮. যান্ত্রিক দক্ষতা বিষয়ক (Instrumental Promlems) ১০৩-১০৪ ২৯. হ্যান্ডশেক/করমর্দন (Handshake) । ১০৪-১০৫ ৩০. Pin Point Error ১০৫-১০৯ ৩১. বিজ্ঞান বিষয়ক বুদ্ধিমত্তা ১১০-১৪১ ৩২. সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের IQ প্রশ্নোত্তর ১৪২-১৬০
বাংলাদেশের তরুণ সমাজের অনুপ্রেরণার এক অন্য নাম শাহাদত হোসেন৷ পড়াশোনা করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে৷ শুধু নিজে পড়াশোনা করছেন তা নয়৷ বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরোনোর আগেই প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে অগ্রণী ভুমিকাও পালন করছেন এই মেধাবী তরুণ স্বপ্নদ্রষ্টা৷ বিশ্ববিদ্যালয় ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য লিখেছেন বই ও আয়োজন করেছেন অগণিত ফ্রি সেমিনার, অনলাইন ক্লাসের যা একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর স্বপ্নপূরণে আলোকবর্তিকা হিসেবে বা সফলতার ঢাল স্বরুপ সাহায্য করেছে তাদের৷ শাহাদত হোসেনের বই সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো " এডমিশন হ্যাকস " ও " দিগন্ত রাবি ভর্তি সহায়িকা " যা ইতিমধ্যে রকমারি বেস্টসেলারের জায়গা দখল করে নিয়েছে৷ একজন সফল তরুণ উদ্যােক্তা হিসেবে তিনি বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন৷ নিজের গড়া প্রতিষ্ঠান " শাহাদত'স রিসার্চ এন্ড পাবলিকেশন্স " - এ দায়িত্ব পালন করছেন প্রধান নির্বাহী হিসেবে৷ তাঁর জন্ম ১৯৯৮ সালের ৩১ ডিসেম্বর, রাজশাহী জেলার, কাটাখালি থানার, নলখোলা গ্রামে৷