“কিছু লোক আছে যারা স্বপ্নের জগতে বাস করে, কিছু লোক আছে যারা বাস্তবতার মুখোমুখি হয়; তারপরে এমন ব্যক্তিরা আছেন যারা একটিকে অপরটিতে পরিণত করেন।” -ডগলাস এভারেট (আমেরিকান ‘আইস হকি’ খেলোয়ার) “বাস্তবতা নিছক একটি মায়া, যদিও এটি খুব স্থায়ী।” -আলবার্ট আইনস্টাইন (কালজয়ী পদার্থবিজ্ঞানী) “যেহেতু আমরা বাস্তবতা পরিবর্তন করতে পারিনা, আসুন আমরা চোখ পরিবর্তন করি যা বাস্তবতা দেখায়।” -নিকোস কাজান্টজাকিস (গ্রীক লেখক) আমাদের জীবনের ফেলে আসা স্মৃতিগুলো সুখ কিংবা দুঃখের- যেমনই হোক, সবসময়ই সেগুলো কষ্টের অনুভূতি জাগায়। যদিও দুঃখ-কষ্টের অনুভূতিগুলো ছড়িয়ে দিতে হয় না, ছড়িয়ে দিতে হয় আনন্দ; তবুও দিনশেষে দুঃখগুলো ভুলে যাওয়া সত্যিই বড় কঠিন। এই লেখাটিতে তেমনি এক বাস্তবতার নির্মম প্রহসনে ধরাশায়ী চরিত্র- জহির ইকবালের সুখ-দুঃখের বর্নিল স্মৃতিগুলো রোমন্থিত করা হয়েছে। যেহেতু পুরোটা লেখা-ই জহিরের দৃষ্টিকোণ থেকে লেখা, সেহেতু দৃষ্টিসীমার বাইরেও অনেক যৌক্তিক ঘটনাচিত্র থাকতে পারে; যা জহিরের একান্তই অগোচরে থেকে গেছে। তাই, লেখাটি পড়তে গিয়ে পুরোপুরি একপাক্ষিক মনোভাবী হওয়া মোটেও কাম্য নয়। সবশেষে আর একটা কথা, পাঠকদের প্রতি বিনীত অনুরোধ থাকবে- লেখাটিকে কোনোভাবেই সত্য কিংবা বাস্তব না ভাবার জন্য। ...দরকার কী- কারো জীবন শুধু শুধু বিড়ম্বনার মুখে ফেলার! কল্পনাতেই ‘শ্রাবণী’ অনেক স্নিগ্ধ, অনেক কোমল, অনেক বেশি মধুর!