অবশ্যই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ তাদের জন্য যারা আল্লাহ ও পরকাল প্রত্যাশা করে এবং আল্লাহকে অধিক স্মরণ ক রে। (সূরা আহযাব: আয়াত-২১) আপনি শিওর তো?? নবীজি সা. ১২ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন! না সেই ছোট বেলা থেকে এমনটিই শুনে আসছেন বলে দাবী করছেন! আপনার জানা আছে কি? নবীজি সা.এর আগমনের উদ্দেশ্য কি ছিল! আর উম্মত হিসেবে আপনার কি করণীয়! কখনো কি ভেবে দেখেছেন, নবীজি সা. এর কয়টা সুন্নাহ জানা আছে আপনার? আপনি নবীজি সা. কে ভালোবাসার যেই দাবী করেন তা কি বাস্তবতার সাথে মিলিয়ে দেখেছেন কখনো? প্রিয় নবীর বরকতময় জীবনী সম্পর্কে জানার জন্য কোন চেষ্টাই কি করেছি আমরা! আমরা কি পেরেছি প্রিয় নবীর সাথে ভালোবাসার বন্ধন গড়ে তুলতে! নবীজি সা. কে ভালোবাসার দাবী তাহলে কি কেবল আমাদের মুখের দাবী মাত্র! অথচ প্রিয়তমার সাথে সম্পর্ক গভীর করার একটি অন্যতম মধ্যম হল একান্ত আলাপন, একে অপরের বাহ্যিক ও অভ্যন্তরীণ সকল বিষয় জানা। প্রিয়তমার বাড়ির খোজ করা, তার যাবতীয় পছন্দ-অপছন্দ খুটে খুটে বের করা, প্রতিটি ক্ষেত্রে প্রিয়জনের পদাঙ্ক অনুসরণ করা। আমরা কি পেরেছি শেষ নবীর উম্মতে হয়ে নববী আদর্শ জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে! কিয়ামতের ময়দানে কিসের উপর ভিত্তি করে নবীজির শাফায়াত কামনা করবো!