‘ফেরাউনের দেশে ইখওয়ান’ গ্রন্থটি তদানিন্তন মিশরে ইখওয়ানুল মুসলেমুনের নেতা কর্মিদের উপর যুলুম সিতমের একটি বাস্তব প্রতিচ্ছবি। মিশরে ফেরাউনী শাসনের অন্যায় আর অসত্যের বিরুদ্ধে প্রতিবাদে যেমন সোচ্চার ছিলেন মুসার বাহিনী। তেমনি যুগ যুগ ধরে এ অন্যায় ও যুলমের বিরুদ্ধে সত্য ও সুন্দরের পক্ষে প্রতিবাদ ছিলো চিরন্তন। মুসা-ফেরাউন থেকে শুরু করে জামাল আব্দুন নাসের ইখওয়ান, সিসি-মুরসি সত্য-মিথ্যার দ্বন্ধে ছিলেন সংগ্রামরত। জাতীয়তাবাদী আন্দোলন থেকে শুরু করে খোদায়ী দাবিদার ফেরাউনের মূর্তির পদতলে পবিত্র কোরআন, তৌরাত আর ইঞ্জিল রেখে গোটা মানবজাতির ধর্মীয় মূল্যবোধ আর মানবিকতাকে পদদলিত করে দেশে জাহেলিয়াত, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ ও খোদাদ্রোহিতার যে সয়লাভ বয়ে চলছিল তার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছিলো ইখওয়ানুল মুসলেমুন। ধ্বংসের হাত থেকে ইসলাম তথা দেশ ও মানবতাকে রক্ষায় একমাত্র ইখয়ানুল মুসলেমুন ছিলেন ¯্রষ্টার পক্ষ থেকে এক রহমত। ততকালিন শাসক ফারুক-জামাল নাছেররা এ সংগঠনের নেতা কর্মিদের উপর যে যুলুম নির্যাতন চালিয়েছিলো তা ফেরাউনের সাশনকেও হার মানায়; তারই একটি সংক্ষিপ্ত লোমহর্ষক কাহিনীর বর্ণনা এ বইটিতে তুলে ধরেছেন মিশরের একজন প্রথিতযশা সাংবাদিক আহমদ রায়েফ। যিনি নিজেও এ নির্যাতন আর যুলুমের স্বীকার হয়ে বহুবার মৃত্যুর হাতছানি থেকে রক্ষা পেয়েছেন।