"গহীনে আঁচ" বইয়ের ফ্ল্যাপে লিখা ‘গহীনে আঁচ’র মাধ্যমে ফৌজিয়া খান তামান্না আত্মপ্রকাশ করলেন নিভৃত সাহিত্য সাধনার ভুবনে। সত্য, সুন্দর ও শাশ্বত সৃষ্টির বেদনানন্দে নিজেকে উৎসর্গ করার মহিমা ছড়াতে লেখিকা নিজের প্রথম সামাজিক উপন্যাস ‘গহীনে আঁচ’ লেখার ক্ষেত্রেও চিরাচরিত ধারাকে ভিন্নতা দেয়ার চেষ্টা করেছেন, তার লেখনীকে দিয়েছেন নিজস্বতা। উপন্যাসের বিস্তীর্ণ মলাটের পরতে পরতে অন্তর্নিহিত রয়েছে প্রেম, মানবতা, দ্বন্দ্ব-দ্রোহ, ঘাত-প্রতিঘাত, ঘৃণা ও নিভৃত প্রেমের আকুতি। সংগ্রামী প্রজ্বলিত জীবনের দহনের শব্দ বুনে বুনে তৈরির চেষ্টা করেছেন মানব হৃদয়ের নৈসর্গিক উপাখ্যান। ‘গহীনে আঁচ’র দীপ্তিতে দীপ্তময়ী ঋষিতা থ্রেট ক্যান্সারে আক্রান্ত একজন মুনা । মুনার সংগ্রামী জীবনে শাশ্বত ভালােবাসার অসাধারণ প্রেম হয়ে আবির্ভূত হন রিমন। মুনা এবং রিমনের ভালােবাসা কেবল কাছে পাওয়া নয়, ত্যাগের এক আলােক উজ্জ্বল বিশুদ্ধ অগ্নিশিখা! যা আজীবন বেঁচে থাকে, নিঃশেষ হয়ে যায় না এবং প্রকৃত মানব হতে শেখায়! তপঃক্লেশী মুনার জীবন প্রারম্ভে চুপিসারে মায়ামৃগ হয়ে আসে রিমন। মুনার স্বােপার্জিত আদর-স্নেহ, ভালােবাসা স্পর্শ করে রিমনের কোমল মন । কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে বদলে যায় প্রবাহমান জীবনের গতিপথ। জীবনের এ টানাপােড়েনে মুনা আক্রান্ত হােন থ্রোট ক্যান্সারে, আর এ সূত্র ধরেই দীর্ঘ আঠারাে বছর পরে আবার মুখােমুখি হন মুনা ও রিমন। কিন্তু সে মহার্ঘ্য স্পর্শের মায়ামুক্ত মুনা ফিরে যায় স্বেচ্ছানির্বাসনে।
ভাষার মাসে জন্ম নেয়া ফৌজিয়া খান তামান্না। সবুজ প্রকৃতি ঘেরা ভীষনই এঁদো গ্রামে বেড়ে ওঠা ফৌজিয়া খান তামান্না আস্তে আস্তে হয়ে ওঠেন ভাষাশিল্পী।কলেজ এবং পরবর্তী লেখাপড়া,সংসার স্থায়িত্ব ঢাকাতে হলেও পুরোটা স্কুলজীবন মায়ের সাথে কেটেছে সেই এঁদো গ্রামেই। আর তাই চলনে, বলনে, চিন্তাধারায় গ্রাম্য প্রভাব প্রকট। এবং তিনি ভালোবেসে এই প্রভাব বয়ে বেড়াতে চান চিরকালই। স্কুল কলেজে লেখালেখি, সাথে জাতীয় দৈনিকের সাহিত্য পাতায় নিয়মিত গল্প ছাপা হলেও দীর্ঘদিন লেখালেখির বাইরে অবস্থান করেছেন। অনলাইন দুনিয়ায় নতুন করে লেখার মাধ্যমে আত্মপ্রকাশ উপন্যাস দিয়ে।লেখকের প্রথম গ্রন্থ প্রকাশিত হয় পাণ্ডুলিপি পুরস্কার জয় দিয়ে।একটি পাঠকপ্রিয় সংকলনে প্রকাশিত গল্পের সুত্র ধরে আত্মপ্রকাশ করেন সেই সিরিজ সংকলনের সম্পাদক হিসাবে। দুই সন্তান আর ডাক্তার স্বামীর সংসারে অবসর কাটে বই পড়ে আর ছবি এঁকে। পরম যত্নে বাগান করা তার প্রিয় শখ। লেখকের প্রকাশিত বই-গহীনে আঁচ (উপন্যাস) বইমেলা ২০২১রহস্যলীনা (থ্রিলার সংকলন) বইমেলা ২০২১।