মুক্তিযুদ্ধ বাঙালী জাতির হাজার বছরের ইতিহাসে এক অনবদ্য ও অনন্য জাগরণ।জাতিরাষ্ট্রের দুর্দম স্বপ্নের অগ্নিময় রক্তাক্ত উথান।কোন ব্যক্তি বা গোষ্ঠী বিশেষের অভিলাষের ফসল নয় মুক্তিযুদ্ধ।জনযুদ্ধের এই প্রেক্ষাপটে যোদ্ধা ছিল আপামর জনসমাজ।মানুষের অংশগ্রহণ ছিল বহুমাত্রিক-সশস্ত্র এবং সহযোগিতামূলক।আত্নত্যাগ ছিল শর্তহীন-জীবন,সম্পদ ও সম্ভ্রম।একটি জনযুদ্ধের সামগ্রিক চরিত্র নিয়ে মুক্তিযুদ্ধ মানুষের প্রাত্যহিক জীবনে ফেলেছে গভীর রেখাপাত।সাধারণ মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যাপক প্রভাববিস্তারকারী এই ঐতিহাসিক আলোড়নের কিছু চালচিত্র নিয়ে এই উপন্যাসের প্রেক্ষাপট রচিত হয়েছে।এই উপন্যাসের প্রতিটি চরিত্র কাল্পনিক এবং কোন ব্যক্তিবিশেষের প্রতি কটাক্ষ কিংবা স্তাবকতার নিরীখে পটভূমি অঙ্কন করা হয়নি।স্থান ,কাল ও চরিত্রের নামকরণ প্রভৃতিকে প্রতিকী হিসেবে উপস্থাপন করা হয়েছে।এটি কোনো ক্রমাণুক্রমিক ইতিহাস নয়।পয়তাল্লিস বছর পূর্বে সংঘটিত বাঙালী জাতির এই অভূতপূর্ব গণজাগরণকে এক কিশোরের অপরিণত পর্যবেক্ষণ ও অপ্রস্ফুটিত চেতনার নির্যাসে চিত্রায়িত করার প্রয়াসে যেকোনো প্রকারের ত্রুটিকে পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সেটাই প্রত্যাশা।