"দ্য পাওয়ার অব সেলফ কনফিডেন্স" বইটির শেষের ফ্ল্যাপ-এর লেখাঃ কেন কয়েকজন ব্যক্তি অন্যদের তুলনায় বেশি সফল? কারণ, আত্মবিশ্বাস! আপনাকে যদি বলা হয় যে, আপনি কখনাে ব্যর্থ হবেন না, তাহলে কোন। দুর্দান্ত লক্ষ্যটি নির্ধারণ করতেন? আপনাকে যদি সাফল্যের গ্যারান্টি দেওয়া। হতাে, তাহলে জীবনে এমন কী চমৎকার কাজ করতে চাইতেন আপনি? আপনার আত্মবিশ্বাসের স্তর নির্ধারণ করে যে, আপনি কতাে বড় লক্ষ্য স্থাপন করবেন, তা অর্জনের জন্য কী পরিমাণ শক্তি ও সংকল্প ব্যয় করবেন, সেই সাথে লক্ষ্য অর্জনের বাধা অতিক্রমের জন্য কতােটা অধ্যবসায়ি হবেন? ছয়শাে থেকেও বেশি দেশের পাঁচ মিনিয়নেরও বেশি নির্বাহী কর্মকর্তা, উদ্যোক্তা, বিক্রয়কর্মী ও উচ্চাকাঙ্ক্ষী মানুষের সাথে কাজ করার ভিত্তিতে লিখিত এই শক্তিশালী এবং ব্যবহারিক বইয়ের মাধ্যমে আপনি শিখবেন যে, কীভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে অদম্য আত্মবিশ্বাস গড়ে তুলতে হয়। ‘দ্য পাওয়ার অব সেলফ কনফিডেন্স’ বইটি বর্ণনা করে যে, কীভাবে প্রতিটি ক্ষেত্রে টপ পারফরমারদের মধ্যে চিন্তাধারা রাখার মাধ্যমে ‘মানসিক যােগ্যতা বৃদ্ধি করা যায়। ধীরে ধীরে আপনি প্রতিটি কাজে আরাে উচ্চস্তরের আত্মবিশ্বাস গড়ে তুলবেন এবং তা বজায় রাখতে পারবেন। আত্মবিশ্বাসের ফলে আপনি নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে কোনােরূপ গ্যারান্টি ছাড়াই ঝুঁকি নেওয়ার সাহস সঞ্চার করতে পারবেন। ব্রায়ান ট্রেসি আপনাকে ধাপে ধাপে দিক নির্দেশনা দেওয়ার মাধ্যমে একটি অনন্ত আত্মবিশ্বাসের ভিত্তি গড়ে তুলতে সাহায্য করবেন। আপনি জানতে পারবেন যে, কীভাবে নিজের একান্ত আকাঙ্ক্ষা নির্বাচন করা যায় এবং নিজের ব্যক্তিগত শক্তি ব্যবহার করে কীভাবে তা অর্জন করতে হয়? অদম্য আত্মবিশ্বাসের শক্তির দ্বারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অদম্য, অপ্রতিরােধ্য ও অকুতােভয় হয়ে উঠুন। কাজের দিকে মনােযােগী হয়ে উঠুন, বাধা অতিক্রম করুন ও শীর্ষ উচ্চতায় উঠে আসুন। আপনার নতুন গঠিত এই অদম্য আত্মবিশ্বাসের ফলে, আপনি জীবনে যেকোনাে লক্ষ্য অর্জন করতে পারবেন অনায়াসেই।
ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান বক্তা এবং আত্মোন্নয়নমূলক রচনা লেখক। তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' নামক সংস্থার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও বিকাশে সহযোগিতা এবং সার্বিক উন্নয়নে কাউন্সেলিং সেবা প্রদান করা। ব্রায়ান ট্রেসি নেতৃত্ব, ব্যক্তিত্ব, আত্মসম্মান, লক্ষ্য, কৌশল, সৃজনশীলতা এবং সাফল্য- মনোবিজ্ঞানের এই শাখাগুলোর তাৎপর্য অনুধাবনের মাধ্যমে অনুপ্রাণিত করার কোচ হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। জনপ্রিয় এই বক্তার জন্ম কানাডার প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ডে, তারিখটা ১৯৪৪ সালের ৫ জানুয়ারি। পড়াশোনা করেছেন ইউনিভার্সিটি অব আলবার্টা থেকে। ১৯৮৪ সালে কানাডার ভ্যানকুভারে তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' প্রতিষ্ঠা করেন। তার ৪০ বছরের বেশি কর্মজীবনে তিনি প্রায় ১,০০০ এরও বেশি প্রতিষ্ঠানকে কাউন্সেলিং সেবা দিয়েছেন, এবং প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের সামনে বক্তব্য রেখেছেন। কানাডা, আমেরিকার বাইরেও প্রায় ৭০টি দেশে তার প্রচারিত আলোচনা অনুষ্ঠানের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। ব্রায়ান ট্রেসি এর বই এবং তার আলোচনার ভিডিও ও অডিও ক্লিপ সারা বিশ্বের কর্পোরেট ও ব্যক্তিপর্যায়ের উদ্যোক্তা তরুণদের কাছে বিপুল জনপ্রিয়তা লাভ করেছে। তিনি বিশ্বব্যাপী প্রচারিত ও বিক্রিত ' সাইকোলজি অব এচিভমেন্ট'সহ প্রায় ৫০০টিরও বেশি অডিও ও ভিডিও প্রোগ্রাম তৈরি ও প্রযোজনা করেছেন, যা ২৮টিরও বেশি ভাষায় অনূদিত হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ব্রায়ান ট্রেসি এর বই সমগ্র হলো 'দ্য ২১ সাকসেস সিক্রেটস অব সেল্ফ মেইড মিলিওনিয়ারস', 'টাইম ম্যানেজমেন্ট', 'ইট দ্যাট ফ্রগ!', 'চেঞ্জ ইয়োর থিংকিং চেঞ্জ ইয়োর লাইফ', 'লিডারশিপ', 'কিস দ্যাট ফ্রগ', 'নো এক্সকিউজ : দ্য পাওয়ার অব সেল্ফ ডিসিপ্লিন' ইত্যাদি। ট্রেসির লেখা বইগুলো তার অনুপ্রেরণা জোগানো বক্তব্যগুলোর মতই আকর্ষণীয় ও শিক্ষণীয়। কর্পোরেট ম্যানেজমেন্টের জগতে আত্মোন্নয়নমূলক পন্থা বাতলে তরুণদের কাছে ব্রায়ান ট্রেসি এর বই সমূহ বেশ জনপ্রিয়তা লাভ করেছে।