অনুবাদকের কথা বর্তমান সমাজে ডায়াবেটিস রোগটি মহামারীর মত আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে। বর্তমানে এমন কোন পরিবার পাওয়া দুষ্কর যেখানে ডায়াবেটিস রোগটি হানা দেয় নি। চিকিৎসা জীবনের প্রথম থেকেই বেশিরভাগ চিকিৎসকের মত আমি নিজেও টাইপ-২ ডায়াবেটিসের জন্য সারা জীবন নির্দিষ্ট নিয়মে ওষুধ খেয়ে যেতে হবে এই বিশ্বাস ধারণ করতাম এবং রোগীদের পরামর্শ দিতাম। কিন্তু একদিন হঠাৎ করে ২০১৮ সালে আমি Dr.Jason fung এর Diabetes Code বইটি হাতে পেলাম। এই বইটিতে Dr.Jason fung সুন্দরভাবে, বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং বাস্তব কেস স্টাডির মাধ্যমে কিভাবে টাইপ-২ ডায়াবেটিস সম্পূর্ণভাবে আরোগ্য করা সম্ভব তা দেখিয়েছেন।যেখানে বৈজ্ঞানিকভাবে তিনি প্রমাণ করেছেন যে টাইপ-২ ডায়াবেটিস সম্পূর্ণ নিরাময় যোগ্য রোগ। এই বইটির তথ্য থেকে অনুপ্রেরণা নিয়ে আমি ২০১৮ সাল হতে এই নতুন পদ্ধতিতে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসা প্রদান শুরু করি। বিস্ময়ের সাথে লক্ষ্য করতে শুরু করলাম যে এই পদ্ধতিতে খাদ্যাভাস এবং জীবনাচারণ পরিবর্তন করলে টাইপ-২ ডায়াবেটিস ছাড়াও মেটাবলিক সিনড্রোমের অধীনে থাকা সমস্যাগুলো অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে এবং ধীরে ধীরে তা আরোগ্য হয়ে যায়।যতো সময় যেতে থাকে নিজের আত্মবিশ্বাস ততো বাড়তে থাকে এবং এখন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি টাইপ-২ ডায়াবেটিস থেকে চির আরোগ্য বা মুক্তি লাভ করা সম্ভব। আমি মনে করি একজন চিকিৎসক হিসেবে আরোগ্য শব্দটা যে কোন অসুখের ক্ষেত্রে যুক্ত করতে পারাটা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। আরোগ্য করতে পারার জন্য আমরা এত পড়াশোনা, চেষ্টা, গবেষণা এবং সাধনা করে থাকি। আমাদের চিকিৎসক সমাজকেও এই পদ্ধতিতে চিকিৎসা দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বইটির মাধ্যমে সর্বসাধারণ এবং সেইসাথে বাংলাদেশসহ বাংলা ভাষাভাষী চিকিৎসক সমাজ অনেক উপকৃত হবেন।এক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বের সাথে মনে রাখতে হবে যে যারা দীর্ঘমেয়াদি ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে ভুগছেন তাদেরকে অবশ্যই একজন চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এই পদ্ধতি অনুসরণ করতে হবে। সবশেষে আমি সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এবং এই বইটি পড়ার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ। ডা:এ.আর.এম.জামিল MBBS,CCD,PGT,DHMS