★★★ বইয়ের কিছু অংশ-- ★★★ হ্যালো বৃষ্টিকন্যা বলছেন? -জি না, আমি কুহু, বলুন, ফোন করেছেন কেন? আপনার টাকাটা পাঠিয়ে দিচ্ছি বিকেলেই, আপনার নম্বরে বিকাশ আছে -না বিকাশ নেই আর আমি সেজন্য ফোন করিনি। আপনি কেমন আছেন? -হ্যা ভালো আছি, কিন্তু আমি ক্লাশে, একটু পর টিচার আসবে। আপনাকে পরে ফোন করছি! পরে কুহু আর ফোন করেনি। ভুলে গিয়েছিল। কিন্তু দিন কতক পরে কলাভবনের গেটের সামনে জলপাই ভর্তা খাচ্ছিল, তখন হঠাৎ নীল গাড়িটা পাশে থামল। গাড়ি থেকে নেমে তৌসিফ জিজ্ঞেস করল, বৃষ্টিকন্যা কেমন আছেন? কুহু ভীষণ অবাক হয়ে বলল, আপনি এখানে? -হ্যা, এপথ দিয়ে যাচ্ছিলাম আরকি! -মোটেই না, আপনি আমার উপর নজর রাখছেন সম্ভবত। এখনও ইচ্ছে করেই এখানে আসছেন। ধরা পড়ে তৌসিফ লুকাতে চেষ্টা করে না। সে হেসে বলল, হ্যাঁ ঠিক ধরেছেন। আপনার সাথে একটু গল্প করা যাবে কিছুক্ষণ? কুহু শক্তভাবে বলল, না! এই সময়ে একটা সাত আট বছরের বাচ্চা মেয়ে এসে বলল, ও স্যার বেলিফুলের মালা কেনেন, আপা রাগ করছে, মালা দিলেই রাগ কমে যাবে! কুহু এমনিতে ওদের উপর বিরক্ত হয় না, আজ বিরক্ত লাগছে। এরা এই বয়সেরই ব্ল্যাক মেইল শিখে গিয়েছে। তৌসিফ বলল, তাই, মালা দিলে রাগ পরে যাবে, তাহলে দাও। কত দাম? -দশ টেকা পিস। -মাত্র! কয়টা আছে এখানে? -স্যার বারোটা আছে। -সবগুলোই দাও। তৌসিফ সবগুলো কিনে নিলো। পাশে একটা আইসক্রিমের ভ্যান ছিল। তৌসিফ বাচ্চাটাকে একটা আইসক্রিম কিনে দিলো। সত্যি বলতে, এই বিষয়টা কুহুর খুব ভালো লাগল। -বৃষ্টি কন্যা, আপনার জন্য এই মালাগুলো, আপনি ফেসটা একটু সফট করতে পারেন, আমি তো খারাপ কেউ না! আপনাকে মনে হচ্ছে কোন রাগী ম্যাথ টিচার। -আমি কী মালা চেয়েছি? -না, তবুও বাচ্চাটা দিলো, তাই নিলাম। কুহু ব্যাগ থেকে আড়াইশ টাকা বের করে তৌসিফকে দিয়ে বলল, এটা আপনি পাবেন আমার কাছে। তৌসিফ বলল, হাতে মালা তো, কীভাবে নিবো! কুমকুম মালা গুলো নিয়ে, তৌসিফের হাতে টাকাটা দিয়ে রিক্সায় উঠে চলে গেল। তৌসিফ টাকাটা হাতে কতক্ষণ দাঁড়িয়ে রইল।
শানজানা আলম, লেখালেখির অভ্যাস বাবার কাছ থেকে পাওয়া। তিনি গল্প বলেন, নিজের চারপাশের কথাগুলোই লিখে দৃশ্যমান করার চেষ্টা চলে অবিরাম। বর্তমানে সোস্যাল মিডিয়ায় নিজের টাইম লাইন এবং বিভিন্ন গ্রুপে তার গল্পগুলি বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। প্রফেসর বাবা এবং স্কুল শিক্ষিকা মায়ের বড় এবং একমাত্র মেয়ে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে এখন সময় কাটে লেখালেখি নিয়ে। স্বামী মোঃ আশিকুজ্জামান এবং একমাত্র মেয়ে আফশীনকে নিয়ে তিনি ঢাকাতে থাকেন।