"ভ্রমণ সম্পর্কে ইবনে বতুতার বিখ্যাত উক্তি আছে ভ্রমন প্রথমে তোমাকে নির্বাক করে দেবে তারপর তোমাকে গল্প বলতে বাধ্য করবে। বাঙালীর ভীরুতা, পৃথিবীকে না জানা নিয়ে পৃথিবীবাসীর যে ভুল ধারনা আছে তা সত্য নয়, বরং বাঙালি যুদ্ধে ময়দান হতে পৃথিবী ভ্রমনে পদে পদে সাহসের পরিচয় দিয়েছে। তাই বাঙালীর ইবনে বতুতা হিসেবে খ্যাত রামনাথ বিশ্বাসের মতো বিনে পয়সায় বা স্বল্প পুঁজিতে সাইকেলে বিশ্বভ্রমণকারী বাঙালির সংখ্যাও নেহাত কম নয়। বাঙালীর ইবনে বতুতা রামনাথ বিশ্বাসের প্রথম সাইকেল অভিযান শুরু হয় ৭ জুলাই ১৯৩১ সালে সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে। সঙ্গে সম্বল হিসেবে ছিল এক জোড়া চটি, দুটি চাদর ও সাইকেল। সাইকেলের ক্যারিয়ারে একটি বাক্সে সাইকেল মেরামতির সরঞ্জাম। প্রিয় সাইকেলের গায়ে লেখা ছিল- রাউন্ড দ্য ওয়ার্ল্ড, হিন্দু ট্রাভেলার। নানা সময়ে তিনি বিশ্বের নানা প্রান্তরে ভ্রমন করেছেন মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান, জার্মানি, আরবের ইরাক-লিবিয়া-সিরিয়া, তুরষ্ক, ভয়ংকর আফ্রিকা, কানাডা, আমেরিকাসহ বিশ্বের বহু দেশ ভ্রমন করেন। প্রথমবার ভ্রমণ শেষে যখন ১৯৩৪ সালে রামনাথ বিশ্বাস গ্রামে ফিরেন তখন গ্রামবাসী বানিয়াচংয়ের ঐতিহাসিক এড়ালিয়া মাঠে এক বিশাল সংবর্ধনার আয়োজন করেন। সেই সভায় রামনাথ তার বিশ্বভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বানিয়াচংকে বিশ্বের বৃহত্তম গ্রাম বলে উল্লেখ করেন। আজ বিশ্বের স্বীকৃত সবচেয়ে বড় গ্রাম হচ্ছে বাংলাদেশের হবিগঞ্জের এই বানিয়াচং গ্রাম"