বইটির লেখক এর কথাঃ লক্ষ লক্ষ প্রাণের অর্থের বিনিময়ে যে দেশ স্বাধীন হয়েছিল, তার নাম বাসিল। এ উপাদেয় ভিসি এত বড় ঘটনা আন্ন ঘটেনি। সাম্প্রদাৰ্ধিকার ভিত্তিতে সৃষ্ট, বা শ মাইলের ব্যবধানে অবস্থিত দেশের দুই অংশের সমষ্টি নিয়ে অবস্থিচ্ছ একটি অঙ্গর্বিক রাষ্ট্র পার্কিন চার অন্তরীণ অসংগতির কারণেই ভেঙে গেল। সে অসংগষ্টিকে ঠেকিয়ে রাখায় অর্থন চেটীর বাঙালি জাঙ্গিলকে পলালি করার সময় লে দেশের শাসকগােষ্ঠীকে করে তুলেছিল উন্ম, বর্বর। তারই পরিণতিতে একাত্তরে বাংলাদেশের বক্ষে বলেছি অবিরাম রক্তস্রাত। লক্ষ লক্ষ মানুষের তাজা রক্তে ক্রেসেপিয়েছিল সে দেশ, হরি নাম বাংলাদেশ। চেঙ্গিস খান, হালাকু খান, নাদির শা, হিটলারের উত্তরসূরির নাম ইয়াহিয়া খান, টিকা খান। জালের পৈশাটিক উজার কাহিনি লেখা থাকবে ইসিসের পাতায়। সেই সাথে লেখা থাকবে এ দেশের আপামর জনতার ধীরে ইতিহাস, প্রভিল্লোধেয় ইসি, সীমের ইসি, বিজয়ের ইসি , দেশের ভেতরে কোটি কোটি মানুলের উক্ত হওয়ার ইঞ্জিল, দেশের বাইরে এক কোটি মানুষের শরণার্থী হওয়ার ইসি । লেখা থাকবে এ দেশের মানুষের সংকম, ত্যাগ, আশা ও ঋণ কাহিনি ঈছি ও বেদনা, অঙ্গ ও উলির সলিলের ফিলি। বর্তমান ও আগামী প্রজন্ম নিবে তাদের কথা, বালের কথা জেলালের নিন চৌী সঙ্গে যারা বেঁচে থাকবে এ দেশের কোটি মানুষের অন্তরে। যাদের আমরা কোনাে দিন ফুলৰ ৰাঁ। একাঙ্ক আমাদের স্বজন হারানাের পর বেদনা। একাত্তর আমাদের স্বাধীনতার, গর্বের স্বাক্ষরক্সপেরিঅম্লান হয়ে থাকবে। এ প্রস্থের উৎস আমার ব্যক্তিগত ডায়েরির কিছু অংশ, বাকিটা সৃষ্টি থেকে সংগৃহীত।