“এক টুকরো জান্নাত" বইটির ফ্ল্যাপ এর লেখাঃ একটুকরাে জান্নাত এমন একটি মেয়ের গল্প, যার জীবনের প্রতিটি ক্ষণ তার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয়িত। যার প্রতিটি দিন শুরু হয় আপন রবের নিকট প্রার্থনা করে আর শেষ হয় তাঁর নিকট ক্ষমা চেয়ে। লাজনম্রতা, দ্বীনদারিতা, কোমলতা যার চারিত্রিক বৈশিষ্ট্য। তার সুমিষ্ট, সাবলিল বাচনভঙ্গিতে মুগ্ধ হয়। যেকেউ। বাবা-মা হারা এতিম মেয়েটি একমাত্র ভাইয়ের আদরের দুলালী। বােনের সুখ নিশ্চিত করতে খুব জাঁকজমকভাবে বিয়ে দেয় তার ভাই এক উচ্চবিত্ত ঘরে তাকে। কিন্তু সেখানে গিয়ে মেয়েটি উপলব্ধি করতে পারে অন্য এক দুনিয়া। যেখানে দ্বীনদারিত্বের লেশমাত্র নেই। জীবনসঙ্গী নিয়ে আজন্মকাল যে স্বপ্নটুকু অন্তরে লালন করে এসেছিলাে তা সহসাই ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে যায় । মেয়েটি এতে নির্মমভাবে ব্যথিত হলেও আশাহত হয়না মােটেও। মনােবল তার তেমনটিই রয়েছে। আগত পরিস্থিতিকে আপন রবের তরফ হতে আসা। পরীক্ষা ধরে নিয়ে তার একমাত্র সম্বল ধৈৰ্য্যকে কেন্দ্র করে নেমে পড়ে উক্ত পরিক্ষায় রবের উপর বিশ্বাস রেখে। গুনাহের ধুলােয় জর্জরিত অট্টালিকাকে ঝেড়ে-মুছে একটুকরাে জান্নাতে পরিণত করার লক্ষ্যে চলতে থাকে তার নিরেট প্রচেষ্টা। মেয়েটি কি তার লক্ষ্য অর্জনে সক্ষম হবে? পারবে তার রবের উপর ধৈর্য্য ধরে রাখতে?
নুসরাত তাবাতসুম কথা, তরুণ এই লেখিকার জন্ম এবং পড়ালেখা উভয়ই ঢাকায়। স্কুল জীবন থেকেই লেখালেখির প্রতি ঝোঁক থাকেলও তা মূলত বিকশিত হয় কলেজ জীবনে এসে। পড়ালেখা ও অনান্য নিত্যদিনের কার্যাবলীর সাথে সাথে। চালিয়ে যান টুকটাক লেখালেখি।। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত লেখালেখি করেন। গল্পউপন্যাসের মাধ্যমে ইসলামিক মতাদর্শের প্রতি পাঠককে উদ্বুদ্ধ করতে লেখিকার অক্লান্ত পরিশ্রম বিদ্যমান।