কবি নাসিমা সুলতানা শফি বাংলাদেশের সাহিত্যাঙ্গনে অতি সুপরিচিত নাম। তিনি বাংলা ১৩৬০ সনের ১ বৈশাখ নেত্রকোণা জেলার আটপাড়া উপজেলার ঘাগড়া গ্রামের ঐতিহ্যবাহী পাঠান বাড়িতে (বড়বাড়ি) জন্মগ্রহণ করেন। পিতা মরহুম ডা. আমীর আলী খান পাঠান এবং মা মরহুমা ফাতেমা খানমের প্রেরণায় শৈশবেই সাহিত্যাঙ্গনে তার পথ চলা শুরু। ষাটের দশকে তাঁর ছোটগল্প, ছড়া-কবিতা ‘উত্তর আকাশ’, ‘বেগম’ ও স্থানীয় বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। বাংলাদেশ শিশু একাডেমী থেকে প্রকাশিত তাঁর ছড়াগ্রন্থ ‘শিউলি বেলী জুঁই’ যেমন পাঠকদের মুগ্ধ করেছে তেমনি তাঁর লেখা ‘মজার ছড়া’, ‘খোকা খুকুর ছড়া’, ‘মিষ্টি মধুর ছড়া’, ‘টাপুরটুপুর সারা দুপুর’, ‘দূর আকাশে চাঁদের দেশে’, ‘চাঁদনি রাতে পরির সাথে’, ‘ফুলের বাসে পরি আসে’, ‘দুর্বাঘাসে সূর্য হাসে’ এবং ‘বাতাস দোলে শাপলা ফুলে’ এ নয়টি ছড়াগ্রন্থও সবার মন জয় করেছে। এছাড়া তার প্রকাশিত কাব্যগ্রন্থ ‘তবুও স্বপ্নের পাখিরা ওড়ে’, নান্দনিক গল্পগ্রন্থ ‘প্লাবিত জোছনা’, ‘মনের ভেতর মন’, মিষ্টি প্রেমের উপন্যাস ‘হৃদয়ে ভালবাসা’, কিশোর উপন্যাস ‘রইশ্যার শান’ এবং শিশুকিশোর গল্পগ্রন্থ ‘রাজুর বন্ধু ব্যাঘ্রমামা’, ‘খুকু ও ভূত’ ও ‘তুতুল মিতুল ও বিড়ালছানা’ পাঠকের কাছে ব্যাপক সমাদৃত হয়েছে। সাহিত্যের প্রায় সব শাখাতেই অবাধ বিচরণ হলেও শিশুসাহিত্যে তাঁর পদচারণা অত্যন্ত সাবলীল। তাঁর সহজ সরল ভাষা এবং নিপুণ ছন্দময়তা সহজেই শিশুদের হৃদয়কে আন্দোলিত করে। আমরা এবার প্রকাশ করেছি তাঁর নতুন ছড়াগ্রন্থ ‘যাচ্ছে গাড়ি চাঁদের বাড়ি’। আশা করি আমাদের প্রকাশিত এ গ্রন্থটিও সবার ভালো লাগবে।