"Written Supplement (A Unit)" বইটির লেখকদের কথা অংশ থেকে নেয়াঃ বিশ্ববিদ্যালয়ের কঠিন ভর্তিযুদ্ধে MCQ এর পাশাপাশি লিখিত অংশ এখন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ভর্তিযুদ্ধের শেষ পর্যন্ত টিকে থাকতে MCQ এর পাশাপাশি লিখিত অংশেও ভালাে নম্বর অর্জন করা দরকার। আর ভালাে নম্বর পাওয়ার জন্য চাই পরিপূর্ণ পড়াশুনা, বিস্তারিত ও সঠিক তথ্য। বিভিন্ন প্রকাশনা কর্তৃক প্রকাশিত বইগুলােতে সুশৃঙ্খল ও বিস্তারিত আলােচনার অভাবে শিক্ষার্থীরা তাদের জ্ঞান পিপাসা মেটাতে সক্ষম হচ্ছে না। তারই ফলশ্রুতিতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য UCC কর্তৃক প্রকাশিত সকল বিষয়ের লিখিত অংশের উপর পূর্ণাঙ্গ সহায়ক “Written Supplement” বইটি প্রকাশ করা হচ্ছে যা শিক্ষার্থীদের অপূরণীয় জ্ঞান পিপাসা মেটাতে সক্ষম হবে বলে আমরা বিশ্বাস করি। লিখিত সহায়ক বইটিতে রয়েছে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন প্রতিযােগিতামূলক পরিক্ষার বিগত বছরের প্রশ্ন সংকলন ও সমাধান যা দেখে শিক্ষার্থীরা সহজেই বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের লিখিত প্রশ্ন সম্পর্কে সহজ ধারণা পেতে পারে। “Written Supplement” এমনভাবে তৈরী করার চেষ্টা করেছি যাতে শিক্ষার্থীরা নিশ্চিন্তে ও নির্ভয়ে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে লিখিত অংশে কাক্ষিত নম্বর পেয়ে ভাল বিষয়ে ভর্তি হতে পারে। “Written Supplement” এ আমাদের অর্জিত ক্ষুদ্র জ্ঞানের সবটুকু দেয়ার চেষ্টা করেছি। চেষ্টা করেছি আমাদের শক্তি ও সামর্থ্যের মধ্যে থেকে জ্ঞানের ভাণ্ডার উজার করে দিতে। এর সার্থকতা শিক্ষার্থীরাই মূল্যায়ন করবে। “Written Supplement” এর পরিপূর্ণ ও গ্রহণযােগ্য রূপ দিতে আমাদেরকে সার্বিকভাবে সহযােগিতা করার জন্য UCC কর্তৃপক্ষ ও স্বনামধন্য কয়েকজন শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২য় সংস্করণে সম্পূর্ণ নতুন সিলেবাসে বইটির আমুল পরিবর্তন ছাত্র-ছাত্রীদের আরও একধাপ এগিয়ে রাখবে বৈকি!