বর্তমানে জেনারেল শিক্ষিতদের মাঝে আরবি ভাষা শেখার প্রবণতা অনেক বৃদ্ধি পেয়েছে। তাদের মাঝে কোরআন-হাদিস বোঝার স্পৃহা সৃষ্টি হয়েছে। কিন্তু তা বোঝার মূল চাবি হল আরবি ভাষা। তাই কোরআন-হাদিস বোঝার জন্য আরবি ভাষা শেখাটাও একটি এবাদত। এই বইটি ভাষার শুরু পর্যায় থেকে আরম্ভ করা হয়েছে। এটা প্রাথমিক বই। তবে এ বইটি তাদের জন্য ফলপ্রসূ যারা কোরআন পড়তে পারেন এবং যাদের বয়স ১৫/ ১৬। এই বইটি আপনাকে বাক্য তৈরি করার ধরন শেখাবে। আপনার মস্তিষ্কে ভাষা সংক্রান্ত চিন্তার সৃষ্টি করবে। আপনার মাঝে সৃজনশীলতার বৈশিষ্ট্য নিয়ে আসবে। এ বইটিতে তিনটি খণ্ড রয়েছে। এ বইয়ের পরে আছে মাধ্যমিক বই। নাম হল, ‘মিন কুনুযিল লুগাতিল আরাবিয়্যাহ’। এর পর আপনাকে যেতে হবে উচ্চতর স্তরের বইয়ে। অনেকে মনে করেন, কোরআন থেকে আরবি ভাষা শিখবেন। সেটা আসলে কঠিন। নিয়ম হল, আরবি ভাষা শিখে কোরআনে প্রবেশ করা বা কোরআন নিয়ে গবেষণা করা। শিক্ষার জন্য প্রয়োজন হল একজন দিক-নির্দেশকের বা শিক্ষকের। একজন চাকুরীজীবী অথবা ব্যস্ত মানুষের জন্য সারাদিনের ঘানি টেনে রাতের বেলা কোনো প্রতিষ্ঠানে পড়তে যাওয়া অনেক কঠিন। তাই, তাদের দিকে খেয়াল রেখে একটি ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। এই বইটি সংগ্রহ করত: আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘরে বসেই আরবি ভাষা শিখতে পারবেন। এ চ্যানেলটিতে আরবি ভাষা শুরু পর্যায় থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত পাঠ আপলোড করা হবে এবং কোরআন-হাদিসের পাঠও পর্যায়ক্রমে আপলোড করা হবে ইন শা- আল্লাহ।