স্কুল এন্ড কলেজ জীবনের হারিয়ে যাওয়া বাঁধভাঙা বন্ধুত্বের এক একটা পরিচ্ছেদকে আরেকটাবার ঝালিয়ে নেওয়ার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ২০১৮ সালের ১১ জানুয়ারি শুরু হয় 'SSC'06 And HSC'08 Students of Bangladesh Foundation''-এর যাত্রা। সময়ের পরিক্রমায় এখন এই ভার্চুয়াল আড্ডায় বন্ধুর সংখ্যা প্রায় লক্ষাধিক। নিজ নিজ সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি যাপিত জীবনের কাঠিন্যকে বোধকরি একরকম উপেক্ষা করেই গল্প, আড্ডা, গানে মুখরিত হয় আমাদের প্রায় প্রতিটি দিন। বাঁধভাঙা উল্লাসে স্বপ্ন ও পরাবাস্তবতার সেই মেলবন্ধন আমরা করি এক ও অভিন্ন চেতনায় যার নাম স্বাধীনতা! আর তর্কাতীতভাবে আমাদের এই স্বাধীন চেতনার সবচেয়ে বড়ো ভিত্তি হচ্ছে ‘একুশ’। সেই একুশের চেতনাকে বুকের গহিনে লালন করে, প্রাণের ভাষা বাংলায়, একঝাঁক প্রতিভাবান বন্ধুর বলতে গেলে খানিকটা ‘অ্যামেচার’ সাহিত্যকর্মের একচ্ছত্র বহিঃপ্রকাশ হিসেবে আমাদের প্রথম নিবেদন ‘ষড়লিপির অষ্টকথন’। সাম্য, ঐক্য এবং বন্ধুত্বের গানে আমাদের এই পথচলার যেন কোনো শেষ নেই, থাকতে পারে না... তাইতো এক আকাশের নিচে দাঁড়িয়ে প্রাণ খুলে আমাদের এই লক্ষ কণ্ঠে উচ্চারিত হয় একটি কথা এন্ড ‘বন্ধুত্ব হোক সীমানা ছাড়িয়ে!’
এ যুগে ‘বন্ধন’-এর রূপ ও রূপান্তর অনেক প্রলম্বিত হয়েছে। অনেক দূরে থেকেও যে কাছে থাকা যায়, প্রযুক্তি সে সুযোগটি করে দিয়েছে। এবার ইচ্ছেটি হলো গুরুত্বপূর্ণ। মানুষ পাশাপাশি বাস করেও ‘বন্ধন’-এ না-জড়াতে পারে, আবার দূরদেশে শারীরিক অবস্থান হলেও ‘বন্ধন’ সুদৃঢ় হতে পারে। এই বন্ধনরচনাই ‘সাহিত্য’।
সাহিত্য কথাটি এসেছে ‘সহিত’ শব্দ থেকে। ‘সহিত’ হলো ‘সঙ্গ’। আর ‘বন্ধন’ থেকেই হয় ‘বন্ধু’। আজকের পৃথিবীতে এই সঙ্গ আর বন্ধুত্ব পরিধি বিস্তার করেছে।