“আপনাকে আল্লাহ কেন বাঁচিয়ে রেখেছেন জানেন? আপনি যেন আল্লাহর অনুগ্রহে দৃঢ় বিশ্বাস রেখে সামনে এগুতে পারেন। আপনাকে বাঁচিয়ে রাখার পেছনে আল্লাহর অবশ্যই প্ল্যান আছে। কেন ভাবছেন সারাজীবন কষ্ট থাকবে? প্রত্যেকটা মানুষ যতক্ষণ বেঁচে আছে, যতক্ষণ দম আছে, তার মানে আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছেন আরো একবার সুযোগ দেওয়ার জন্য, আরো একবার বুঝতে শেখার জন্য যে তাকে কেন দুনিয়াতে পাঠানো হয়েছে, কী উদ্দেশ্যে, কার ইবাদত করতে। সুখ, দুঃখ দু'টোই নির্ভর করে আমরা কীভাবে সেটা গ্রহণ করছি, আমাদের চাহিদা থাকা সত্ত্বেও আমরা ভালো আছি কি নেই। আমরা কী পেয়েছি তা সুখ নয়, আমরা কী কী না পেয়েও ভালো আছি, তাই সুখ। আমরা কী হারিয়েছি সেটা ভেবে কষ্ট পাওয়া হতাশা নয়, বেঁচে থাকার জন্য আমাদের প্রয়োজনীয় সব থাকার পরও কৃতজ্ঞ না হয়ে হাহাকার করাটা হতাশা।” কথাগুলো একটা চিরকুটে লিখে দিয়েছিল রাকিব। কাকে কেন লিখেছিল? রাকিবের আরো চারজন বন্ধু সজীব, নাঈম, সাইফ ও সুমুর বন্ধুত্ব, স্বপ্ন, প্ল্যান, লাইফস্টাইলের কথা আছে মাহবুবা শাওলীন স্বপ্নীল এর “শুরুটা হোক শেষে” উপন্যাসে। তাদের সবার প্ল্যান কি শেষপর্যন্ত সফল হয়েছে? স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছিল কে কে? তাদের জীবনের গতিপথ কি বদলেছিল? জানতে হলে ইসলামের নববার্তা নিয়ে লেখা লেখিকার এবারের বইটি পড়তে পারেন ইনশাআল্লাহ।