হিরো আরিকাওয়ার লেখা উপন্যাস, “দ্য ট্র্যাভেলিং ক্যাট ক্রনিক্যালস্” গল্পটা ‘নানা’ নামের এক বিড়াল এবং তার প্রিয় মনিব সাতোরুর। টোকিওর এক ছোট্ট অ্যাপার্টমেন্টে বেশ আয়েশেই কেটে যাচ্ছিল তাদের জীবন। কিন্তু এক সকালে সেই মনিবই পথে নামল নানাকে নতুন আশ্রয় খুঁজে দিতে। কী এক ‘অনিবার্য কারণবশত’ প্রিয় বিড়ালটিকে আর কাছে রাখতে পারবে না সে। নানা অবাক হয়ে দেখে, রুপালি ভ্যানটায় চেপে তাদের পথ পৌঁছে যাচ্ছে সাতোরুর শৈশব-কৈশোরের বন্ধুদের বাসগৃহে। কে আপন করে নেবে তাকে? তবে নানার এসবে আগ্রহ নেই। প্রিয় মনিব সাতোরুর পাশে বসে রাস্তায় রাস্তায় ঘুরতে পারছে, এটাই তার জন্য অনেক। বাড়তি পাওনা হিসেবে জাপানের অনিন্দ্যসুন্দর প্রকৃতি এবং সাতোরুর বন্ধুদের কাছ থেকে শোনা তাদের বাল্যকালের গল্পগুলো তো আছেই। কিন্তু একটাই সমস্যা, সাতোরু কেন তাকে অন্য কাউকে দিয়ে দিতে চাইছে, এর জবাব পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত সাতোরু কি কারণটা বলবে? হিরো আরিকাওয়ার এই অনবদ্য উপন্যাসটি আমাদের শেখাবে, সবকিছু ছাপিয়ে একমাত্র ভালোবাসাই পারে আমাদের জীবনটাকে বদলে দিতে। প্রিয় পাঠক, আপনি তৈরি তো নানা ও সাতোরুর সাথে ভ্রমণে বেরিয়ে পড়তে?