সত্যের আশ্রয়ে পরানুভব কামাল পারভেজ, কাল-সচেতন স্বপ্নদ্রষ্টা কবি, তার লড়াই সকল বৈরিতার বিরুদ্ধে। তাঁর কবিতা প্রসঙ্গ ও প্রকরণের যুগলবন্দি। তিনি মানুষের কবি, মানুষের গনতান্ত্রিক অধিকারে সোচ্চার, মানবতার নিত্য অবমাননা তাঁকে ভাবায়, তাড়িত করে এবং কাঁদায়। তাই দেশ ও সমাজের অন্তলীন অসঙ্গতি হয় তাঁর কবিতার বিষয় আশয়, ছন্দের বারান্দায় বসতে গেলে এক চাপা বিষন্নতা তাঁকে অনুসরণ করে এবং এক ধরনের পরাবাস্তবতার ছোঁয়া তাঁর কবিতায় লেগে যায়। কামাল পারভেজ'র আবিষ্কার ছন্দের হাত তাঁকে নিয়ে ছন্দ ভাঙ্গচুরে নিজের মোচড়ে চিত্ত তলের বেদনাকে শিল্পরূপ দেয়ার নিরলস প্রয়াস তাঁর সত্যকে জাগ্রত করে। সহজ দৃষ্টি না হলেও তাঁর ভেতর লুকিয়ে আছে খাঁটি বাঙালি চেতনা ও স্বদেশেপ্রেম। কলম সৈনিক হয়ে জীবনের আনাচকানাচে বিচরণকারী কামাল পারভেজ এক তীক্ষ্ণ, তীব্র বিবেকবান ও সৃষ্টিশীল প্রতিভা, তাঁর পদচারনা জীবনের অত্যন্ত স্পর্শকাতর অনুভূতির সাথে তিনি ছুঁয়েছেন জীবনের সংকীর্ণতা, মোহ, অনুভব, সম্পূর্ণ নিজস্ব ধারাতে তাঁর কবিতা একেবারে যেমন জনসংযোগ ধর্মী তেমনী আবার মনঃসংযোগ ধর্মীও বটে। দেশকাল ও সময়কে নিয়ে ভাবনা মন্ত্রকে অপরের মাঝে ছড়িয়ে দেয়াই হয়তো তাঁর কবিতার মূল প্রয়াস সেই সাথে অনুভবের নাব্যতাকে হৃদয়বৃত্তিতে ছুঁয়ে দেয়াই হয়তো কামাল পারভেজ এর স্বপ্ন। দেশের মানচিত্রের কিছু মানুষের অসঙ্গতি সুক্ষ্ম অতিসুন্দর বিষয়ও তিনি এড়িয়ে যাননি। চিন্তা জগতের যাবতীয় অনুষঙ্গ নিয়ে তিনি অবগাহন করেছেন হৃদয় তাড়নায় যুদ্ধে নেমেছেন শব্দসাথী নিয়ে একান্ত অনুভবে।