একটি মধ্যবিত্ত পরিবারের দুটি ছেলে,জমজ ভাই।পারবারিক শত্রুতার জের ধরে ছোট ভাইয়ের পরিবর্তে বড় ভাইটি খুন হয় জলিল নামের এক সম্ভ্রান্ত লোকের হাতে। অসহায় মা খুন হওয়া ছেলের বিচার চাইতে থানায় মামলা করতে গেলে মামলা না নিয়ে লাশ কবর দেয়ার জন্যে উল্টো হুমকি দেয়া হয় উপরিমহল থেকে। অবরোধ করলে এক সময় অবরোধ বৃহত্তর হয়ে ওঠে,থানায় কর্মরত আইনের লোকেরা তাদের চাকরি বাঁচাতে মামলা নেবার পাশাপাশি লাশটি পোষ্ট-মোর্টমের জন্য হাসপাতালে পাঠায় আর সেখান থেকে হঠাৎ লাশ গায়েব হয়ে যায় । শেষ বয়সে যখন জলিলের পূর্বের কৃতকর্ম তাকে বিকারগ্রস্থ করে তোলে, এমন সময় একদিন দুপুরে জলিলের কাছে এসে হাজির হয় একটি অদ্ভুত ছেলে।ভ্রমের এক সমুদ্রে তার সাথে ছেলেটির কথা হয়,ছেলেটি জলিলের ভেতরে বহু বছর মাটি চাপা রাখা গোপন কথা ও তার ফলে সৃষ্ট সকল সমস্যা একে একে বলতে শুরু করে।ছেলেটিকে বড্ড চেনা মনে হয় তার,সে উন্মাদের মতো ছেলেটির পরিচয় জানতে উদগ্রীব হয়ে উঠে। খুন হওয়া ছেলেটির লাশ কোথায় গেলো? জলিলের কাছে ফিরে আসা ছেলেটিই বা কে?কি তার পরিচয়? জলিলের শেষ পরিণতিই বা কি হয়! উত্তরগুলো জানতে আপনাকে পড়তে হবে পুরো উপন্যাসটি। "ওপাড়ের হাওয়া" উপন্যাসটি রহস্যের দুনিয়ায় এক অলৌকিক ভ্রমণ,মানুষ তার কৃতকার্যের বৃত্ত পার হতে পারে কি কোন দিন?
হুইসেল হুসেন পিতা: মোহাম্মদ ফরজ আলী, মাতা মালেকা বেগ, থানা ও জেল: শেরপুর ২১০০। আমি একজন সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ হতে চেষ্টা করছি, অসাধারণ মানুষ হতে গেলে সময়কে সাধারণভাবে ব্যবহার না করে ভিন্নভাবে ব্যয় করতে হয়। শৈশব-কৈশোর আর যুবক বয়সে পথে বৃষ্টিতে ভেজা পত্রিকা, লাইব্রেরীর বই পড়তে পড়তে আমার মনেও মিনমিন করে গল্প আসতে শুরু হয়। সেগুন গাছের নিচে দাঁড়িয়ে জ্যোৎস্নামাখা রাত, আর ঝিঁঝি পোকার গান শুনতে শুনতে নিজের ভেতর থেকে নিজে হারিয়ে যাই। আমার সাথে আমার প্রচুর কথা বলতে ইচ্ছে করে। আমার পাশে কেউ নেই, যে কথাগুলো বললে আমাকে বলবে 'এ অধ্যায়টা ভালো।' যেহেতু কথাগুলো আমার, তাই প্রকাশ করার জন্য ডাইরি আর কলমকে বেছেনিই। যেখানে অনায়সে সবকিছু বলা যায়। আমার গল্প লেখার ধরণটা একটু ভিন্ন, যেখানে ভিন্ন কথা থাকে। মানুষের দুঃখ-কষ্ট নিয়ে একটা লেখক হিসেবে লিখার উচিৎ ছিল, আমি তা করিনি। কারণ আমি যদি আনন্দ ছড়িয়ে দিতে না পারি, দুঃখ ছড়িয়ে কি লাভ? দুঃখকে এক পাশে বসিয়ে রেখে তাকে ছানা পায়েস খাইয়ে, সুখকে উপভোগ করে বলি, 'ভালো আছি।' লেখকের অন্যান্য বইসমূহ শুধাংসু (উপন্যাস), হাতের চামড়ায় প্রেম থাকে (কাব্যগ্রন্থ), হয়তো নয়তো প্রেম (উপন্যাস), ওপাড়ের হাওয়া (উপন্যাস), নদী নেবো (উপন্যাস)।