এ উপমহাদেশের বিশেষ করে বৃটিশ শাসনে নিষ্পেষিত ঘুমন্ত মুসলিম জাতিকে জাগিয়ে তুলতে এবং ইংরেজ বেনিয়াদের এই ভূখ- থেকে চিরতরে বিদায় করতে যেসব বীর জ্বলে উঠেছিলেন মীর নিসার আলী তিতুমীর তাদের মধ্যে উজ্জ্বল নাম। তিনি নিজে বীরত্বের পরিচয় দিয়েছেন তার সংগ্রামে, ইসলামী জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইয়ে সর্বোপরি সাধারণ মানুষের অধিকার আদায়ের একনিষ্ঠ আন্দোলনে। নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, তবু মস্তক অবনত করেননি। আমাদের জাতীয় জীবনের উজ্জ্বল এই তারকার রেখে যাওয়া পথেই আর আমাদের মিলিত সংগ্রামে আমরা তাড়াতে পেরেছি দখলদার বেনিয়া ইংরেজদেরকে। তারপর এলো আরেক সংগ্রাম। আমাদের স্বাধীকার প্রতিষ্ঠার লড়াই আর মহান স্বাধীনতা সংগ্রাম। সেই সংগ্রামে তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণার উৎসস্থল। তিতুমীর ছিলেন একজন ব্র্রিটশ বিরোধী বিপ্লবী । তিনি জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম ও তাঁর বিখ্যাত বাঁশের কেল্লার জন্য বিখ্যাত হয়ে আছেন। ব্রিটিশ সেনাদের সাথে যুদ্ধরত অবস্থায় এই বাঁশের কেল্লাতেই তিনি শহিদ হন। এ গ্রন্থে তুলে ধরা হয়েছে এই মহান বীরের জীবন সংগ্রামের কাহিনি ও নারিকেলবাড়িয়ার সূচিত আন্দোলন থেকে স্বাধীন বাংলাদেশ কি করে সৃষ্টি হলো।