বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও উপমহাদেশেরে চলচ্চিত্রের ১০০ বছর আহমদ মতিউর রহমান চলচ্চিত্র এমন একটি মাধ্যম যা মূলত মানুষকে বিনোদন বা আনন্দের খোরাক দেয়। এর পাশাপাশি এই মাধ্যমের সাহায্যে অতি দ্রুত ও দক্ষতার সাথে গণমানুষের কাছাকাছি পৌঁছা যায়। যা সমাজ, জাতীয় রাজনীতি, অর্থনীতি, সামাজিক আচার আচরণ ও সাহিত্য-সংস্কৃতিকে প্রভাবিত করে থাকে। চলচ্চিত্র এক প্রকারের দৃশ্যমান বিনোদন মাধ্যম। সিনেমা শব্দটি এসেছে সিনেমাটোগ্রাফি শব্দ থেকে। চলমান চিত্র তথা ‘মোশন পিকচার’ থেকে মুভি বা বাংলায় চলচ্চিত্র শব্দটি এসেছে। চলচ্চিত্রের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে সাংস্কৃতিক উপাদানসমূহ। যে সংস্কৃতিতে তা নির্মিত হয় তাকেই প্রতিনিধিত্ব করে চলচ্চিত্রটি। শিল্পকলার প্রভাবশালী মাধ্যম, শক্তিশালী বিনোদন মাধ্যম এবং শিক্ষার অন্যতম সেরা উপকরণ হিসেবে খ্যাতি রয়েছে চলচ্চিত্রের। অন্য কোন শিল্পমাধ্যম সাধারণের সাথে এতোটা যোগাযোগ স্থাপনে সক্ষম নয়। ডাবিং করে একই সিনেমা থেকে ভাষা অনুযায়ী সংলাপ রূপান্তরের মাধ্যমে ভিন্ন ভাষার দর্শকদের কাছেও একান্ত আপন করে চলচ্চিত্রটি উপস্থাপন করা যায়, যাতে সাধারণ মানুষ এর পূর্ণ রসাস্বাদন করতে পারে। এ গ্রন্থে চলচ্চিত্রের ইতিহাস, বানানোর কৌশল, ধরন ইত্যাদি উল্লেখ করে মূল বিষয় অর্থাৎ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস এবং উপমহাদেশের চলচ্চিত্রের গত ১০০ বছরের ইতিহাস আলোচনা করা হয়েছে। বাংলাদেশের চলচ্চিত্রের দু’টি পর্ব। ১৯৫৬ থেকে ১৯৭১ এবং; ১৯৭২ থেকে বর্তমান পর্যন্ত। পরিসংখ্যান বলছে ১ম পর্বে ২০৬টি ও দ্বিতীয় পর্বে (২০১৯ পর্যন্ত) ২০৩৪টি ছবি মুক্তি পেয়েছে।
Title
বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাস ও উপমহাদেশেরে চলচ্চিত্রের ১০০ বছর