"জেমস পটার অ্যান্ড দ্য কার্স অব দ্য গেটকিপার" বইটির লেখকের কথা অংশ থেকে নেয়াঃ এই কাহিনিটি পড়া শুরু করার আগে কিছু কথা বলে নেওয়া প্রয়ােজন। আশা করছি আপনারা এতে বিরক্ত হবেন না। আসলে শুরু করার আগেই আমি জানিয়ে দিতে চাই আগামী জাদু সফরের এই আখ্যানটি আমি ঠিক কাদের জন্য লিখেছি, আর কাদের জন্য লিখিনি। যদি আপনি অতিমাত্রায় হ্যারি পটারের ভক্ত হন এবং ‘আমগুবিউলার স্ল্যাশকিল্টার' এর মতাে শব্দগুলির যথাযথ ব্যবহার এই আখ্যানে খুঁজবেন ভেবে থাকেন, তাহলে সম্ভবত এই কাহিনিটি আপনার জন্য নয়। যদি আপনি সেই অনুরাগীদের মধ্যে থেকে থাকেন যারা প্রফেসর ম্যাকগােনাগল’র টার্টান পােশাকের বােতামের সংখ্যা (ছয়টি; কচ্ছপের খােলা দিয়ে তৈরি) কম হলে তিতিবিরক্ত হন বা থিড্রালদের ওজন টানা এবং বহন করার ক্ষমতার বিষয়ে সামান্য ভুলত্রুটি হলে রেগে যান (১১২০ কেজি এবং ৭০ কেজি) অথবা কোনাে শীতকালীন কুইডিচ ম্যাচের (এইচপিএল; ‘কুইডিচ’ দেখুন) জন্য নির্ধারিত অনুপযুক্ত তারিখগুলাের চিন্তায় স্নায়বিক স্তরে ঘেমে ওঠেন, তাহলেও এই কাহিনিটি আপনার পক্ষে উপযুক্ত নয়। আরও সােজা কথায় বলা যায়, যদি আপনি হ্যারি পটার অনুরাগীদের সেই উৎফুল্ল এবং সজাগ দলের আওতার মধ্যে পড়ে থাকেন, যারা বিশ্বাস করেন যে হ্যারি পটারের কাহিনি ও থিমগুলাে কেবল হ্যারি পটার মহাবিশ্বের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়কে সমর্থন করার জন্য নির্মিত হয়েছে, এর বাইরে গিয়ে অন্যভাবে ভাবা সম্ভব নয়, তাহলে জোর দিয়ে জানাচ্ছি এই কাহিনি আপনার জন্য নয়। তবে এটা বলতে পারি, হ্যারি পটারের গল্প এবং চরিত্রগুলাে যদি আপনার সাধারণ পছন্দের তালিকায় থেকে থাকে এবং সেই ঘটনাক্রম শেষ হয়ে গেছে বলে আপনার ভেতর একটা শূন্যতা কাজ করে, তাহলে আপনাকে স্বাগত জানাই। শুধুমাত্র জাদু মায়ার জগৎ নয়, অ্যাডভেঞ্চারে যদি আপনার আগ্রহ বেশি থাকে তাহলে এগিয়ে আসুন। আমার হাত অপেক্ষা করছে। আপনার সাথে করমর্দনের জন্য। এসে হাত মিলান। যদি আপনি একে অপরের সাথে লড়াইয়ের চেয়ে খারাপের বিরুদ্ধে লড়াই করায় বিশ্বাসী থাকেন তাহলে আমরা এক নৌকার যাত্রী। মােট কথা, যদি আপনি এটা বিশ্বাস করেন যে কাহিনিই আসল সম্রাট তাহলে জোর গলায় বলতে পারি এই কাহিনি আপনার জন্যই অপেক্ষা করছে। আসুন যােগ দিন এই সফরে। আমার মনে হয় দারুণ একটা কিছু অপেক্ষা করছে আপনার জন্য। আমি নিশ্চিত আগামী বেশ কয়েক ঘণ্টা আপনার দুর্দান্ত কাটবে। আর বাকিরা, চলচ্চিত্রে কে সেরা ডাম্বলডাের হয়েছিলেন তা নিয়ে যুক্তিতর্ক চালিয়ে যান। ওটা বাদ গেলে আমারই আপনাদের জন্য খারাপ লাগবে। -জি. নরম্যান লিপার্ট