"আইসিটি সাপ্লিমেন্ট" বইটির প্রকাশকের কথা অংশ থেকে নেয়াঃ UCC প্রকাশনার বিশেষ প্রয়াস হিসেবে গুচ্ছ পদ্ধতির আলােকে “TCT Supplement” নামক এমসিকিউ ও লিখিত বইটির দ্বিতীয় সংস্করণ (সকল ইউনিট) প্রকাশ করতে পেরে পরম করুণাময় আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বাজারে যে বইগুলাে রয়েছে, তার অধিকাংশই মানসম্পন্ন নয় । নিখুঁত, নির্ভুল, বিসিএস ও বিশ্ববিদ্যালয় ভর্তি উপযােগী ‘TCT' সহায়ক বইয়ের অভাব লক্ষ্যণীয়। আমরা সেই অভাব পূরণ করতেই “ECT Supplement” বইটি প্রকাশনার উদ্যোগ গ্রহণ করি যা সময়ােপযােগী পদক্ষেপ বলে আমরা মনে করি। “TCT Supplement” বইটি অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় স্বয়ংসম্পূর্ণ একটি এমসিকিউ ও লিখিত সহায়ক গ্রন্থ, যা ছাত্র-ছাত্রীদের বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস ও অন্যান্য সকল প্রতিযােগিতামূলক পরীক্ষার উপযােগী করে গড়ে তুলতে সাহায্য করবে। বইটিতে বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এমসিকিউ প্রশ্ন, বিসিএস ও অন্যান্য প্রতিযােগিতামূলক পরীক্ষার প্রশ্ন সংযােজন করা হয়েছে। গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার কথা বিবেচনা করে বইটি এইচ.এস.সি. পরীক্ষার আইসিটি সিলেবাসের আলােকে রচিত হয়েছে যা গুচ্ছ পদ্ধতিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিশেষভাবে সহায়ক হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। বিভিন্ন প্রতিযােগিতামূলক পরীক্ষায় যেসব অধ্যায় থেকে প্রশ্ন আসে, বিগত বছরের সেসব প্রশ্নগুলাের সঠিক উত্তরসহ শিক্ষার্থীদের কাছে সহজবােধ্য এবং গ্রহণযােগ্য শৈলীতে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। প্রতিটি অধ্যায় পর্যায়ক্রমে সহজ ও সুন্দরভাবে আলােচনা করা হয়েছে যা শিক্ষার্থীদের বুঝতে এবং সঠিক তথ্য খুঁজে পেতে সাহায্য করবে। বইটিতে রয়েছে মনে রাখার মত সহজতম টেকনিক, যা শিক্ষার্থীদের মূল্যবান সময় বাঁচিয়ে দেবে।