সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এ যাবত যত লেখালেখি হয়েছে, সেগুলোর মধ্যে তাঁর জীবন-কর্ম নিয়ে গবেষণামূলক লেখার সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বাজারে তাঁর জীবনীগ্রন্থের অভাব না থাকলেও অধিকাংশই চর্বিতচর্বণ। আর তাঁর মহাজীবনের অনেক ঘটনাই এখনও বিভিন্ন পত্র-পত্রিকা ও লোকমুখে ছড়িয়ে ছিঁটিয়ে রয়েছেÑমলাটবন্দি করা যায়নি। যা-ও হয়েছে, তা-ও বহুল প্রচারিত নয়। সেদিক থেকে এ বইটি অনেকটাই সীমাবদ্ধতামুক্ত। অত্যন্ত দক্ষতার সাথে কালের অতল থেকে তুলে আনা হয়েছে মুজিবীয় মহাজীবনের অমূল্য সব মণিমুঞ্জষা। ফলে দেখা যায়, জাতির পিতার একটা দীর্ঘ ও নির্ভুল বংশতালিকা প্রথমবারের মতো এ বইয়ে ঠাঁই পেয়েছে। তাঁর জীবনের সর্বশ্রেষ্ঠকীর্তি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের সেই প্রাগৈতিহাসিককাল থেকে আজ পর্যন্ত বিবর্তনের একটা তথ্যবহুল চিত্রও তুলে ধরা হয়েছে। গবেষণার বৈজ্ঞানিক আলো ফেলে আলোকিত করা হয়েছে প্রায়ান্ধকারে পড়ে থাকা জাতির পিতার জীবনের অনেক চমকপ্রদ ঘটনা। বিশ^ কাঁপানো যে ৭ই মার্চের ভাষণ বঙ্গবন্ধুকে বিশ^বন্ধুতে পরিণত করেছে, চিরগোলাম বাঙালিকে পৌঁছে দিয়েছে মুক্তির সোনালি ভোরেÑতার রয়েছে এক প্রাঞ্জল ও নান্দনিক বিশ্লেষণ। অনেক বইয়ে পাকিস্তানি শোষণ-নির্যাতনের কথা বলা হলেও তার কোনো বাস্তব তথ্য-উপাত্ত নেই। তেমনি জাতির পিতা তাঁর স্বল্পতম সময়ের শাসনামলে যুদ্ধবিধ্বস্ত বাংলায় যে অকল্পনীয়, অতিমানবীয় উন্নয়নযজ্ঞ সাধন করেছিলেন তারও কোনো উল্লেখ নেই। এ বইয়ে সেসব বিষয়ে চমৎকার তথ্যনির্ভর আলোচনা রয়েছে। এছাড়াও এ বইয়ে এমন অনেক তথ্য-উপাত্ত রয়েছে, যা পাঠককে শুধু চমকেই দেবে না, অধিকতর কৌতূহলীও করে তুলবে ইনশাল্লাহ্।