“হৃৎপিণ্ডের গহিনে পিরামিড” কবিতার বইটি নিজস্ব বৈশিষ্ট্যে এক অনন্য কাব্যগ্রন্থ। বেশ কিছু অসাধারণ কবিতা নিয়ে সাজানো কবি ‘’শরিফুজ্জামান পল’’ এর বইটি। মূলত তিনি তাঁর হৃদয়ের অন্তস্থল থেকে বাংলার রূপকে এবং প্রেম- ভালোবাসাকে ফুটিয়ে তুলেছেন নিজস্ব স্বকীয়তায়।
“ঝুম বৃষ্টিতে মায়ের হাতের গুড়- মুড়ি নেই বৃষ্টিতে কাঁচা ঘরের বারান্দায় বসে পাল্লা করে কাঁঠাল খাওয়া নেই। আমি সব হারিয়েছি সময়ের ব্যবধানে” “হারানো আষাঢ়’’ কবিতার লাইনগুলো যেন গ্রাম- বাংলার দামাল শৈশবের প্রতিচ্ছবি। কবি কতটা প্রকৃতি প্রেমি হলে নিউইয়র্ক বসে গ্রাম- বাংলাকে ফুটিয়ে তুলতে পারেন। নিপুনভাবে তা পাঠকমাত্রেই উপলব্ধি করবেন।
বইয়ের সবগুলো কবিতাই অনন্য। তবুও উল্লেখযোগ্য কিছু কবিতা হলো- “আমি প্রেমিক পুরুষ’’, “ভালোবাসি জীবন’’, “স্বভাব’’, “মিলনের রাত’’, “ষোলো প্রেম’’, “নিশ্চুপ আমি’’, “জীবনের খোঁজে’’ ইত্যাদি।
তাঁর কবিতার কয়েকটি উল্লেখযোগ্য দিক হলো- প্রেম ও প্রকৃতি, প্রাপ্তি ও প্রত্যাশার ব্যবধান, জীবন- জীবিকার রুপ- বৈচিত্র্য, মানুষেমানুষে বিশ্বাস- অবিশ্বাসের তারতমা এবং সর্বোপরি মানব জীবনের বিচিত্র এক বাস্তব অভিজ্ঞতা। যার সবগুলোর সমন্বয় ঘটেছে তার কবিতাগুলোতে।
‘’স্টুডেন্ট ওয়েজ’’ প্রকাশনী থেকে প্রকাশিত বইটিতে কবিতার সংখ্যা ৩৬ টি এবং পৃষ্ঠা সংখ্যা ৫০। কবির উত্তরোত্তর সাফল্য কামনা করি।
Read More
Was this review helpful to you?
By Rehnuma Israt Mumu,
28 Feb 2021
Verified Purchase
অসাধারণ একটি বই, প্রত্যাকটি কবিতা অনেক সুন্দর বাস্তব জীবনবোধ সমপন্ন, সব থেকে ভাল লাগা কবিতা ধর্ষিতার অনুরোধ, তাছাড়া চমৎকার কবিতা আমি, ভাটির তরী,ইচ্ছা, স্মৃতির শহর। লেখার মান যুগ সম্পন্ন এবং মর্ম স্পর্শী। মানুষের মনে অব্যক্ত আবেগ গুলো যেন চিত্র রূপে উঠে এসেছে। লিখার দক্ষতা প্রশংসনীয়। আমার ক্ষুদ্র অভিজ্ঞতায় পরিমাপনে যা বলতে পারিঅনেক সুন্দর একটি উপস্থাপন বইটি, আর নাম টা অনেক অনেক সুন্দর। একটা সুন্দর নাম এবং যা কবির ভাষা শৈলির সুন্দর মননের পরিচায়ক।